২৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শেখ জামাল, সেমিতে পুলিশ

২৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শেখ জামাল, সেমিতে পুলিশ

বাংলাদেশ পুলিশ এফসির বাধা শেষ কিছু দিন ধরেই খুলতে পারছিল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ দুই দেখায় শেখ জামালকে দুবারই ২-২ গোলে আটকে দিয়েছিল পুলিশ। ফেডারেশন কাপের সেমিফাইনালে আজ হারিয়েই দিল তাদের। 

২৩ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করেছে শেখ জামাল। ম্যাচটা হেরেছে ৩-০ গোলে। তাদের হারিয়ে তৃতীয় দল হিসেবে ফেড কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে পুলিশ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পুলিশ ম্যাচের নিয়তি ঠিক করে ফেলে প্রথম ২৩ মিনিটেই। ওই ২৩ মিনিটেই জামালে জালে জড়ায় গুণে গুণে ৩ গোল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় পুলিশ। বক্সের বাইরে মোহাম্মদ মিঠু পান ফ্রি-কিক। তা থেকে ভেসে আসা বলে উজবেক মিডফিল্ডার জাবোখির সখিমভ দারুণ এক হেড করে পুলিশকে এগিয়ে দেন। 

ব্যবধান দ্বিগুণ করতে পুলিশ সময় নেয়নি একেবারেই। ম্যাচের ৮ মিনিটেই পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা। বাঁ প্রান্ত থেকে ভেনেজুয়েলার ফরোয়ার্ড এদুয়ার্দ মুরিয়োর ক্রস থেকে গোল করেন জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম কিরমানি। 

২৩ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় পুলিশ। শাহেদ মিয়ার ক্রস থেকে আজমত আব্দুল্লায়েভ ব্যাক হিল করে গোল করেন। তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা কম করেনি শেখ জামাল। একাধিক শট লক্ষ্যের একটু বাইরে দিয়ে গেছে। ফলে ‘কামব্যাক’ আর করতে পারেনি দলটা। পুলিশ চলে যায় সেমিফাইনালে।

শেষ চারে পুলিশকে কঠিন পরীক্ষাই দিতে হবে। সেখানে দলটির জন্য অপেক্ষা করছে প্রথম কোয়ার্টার ফাইনাল জেতা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় কোয়ার্টারে জেতা বসুন্ধরা কিংসের শেষ চারের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামী মঙ্গলবার। এবারের ফেড কাপের শেষ কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী খেলবে ফর্টিজের বিপক্ষে।

সম্পর্কিত খবর