এমিরেটসে চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতের লন্ডন 'ডার্বি'-তে আর্সেনালের চেয়ে স্রেফ বল দখলেই এগিয়ে ছিল চেলসি। ৫৬ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচে গানারদের গোলপোস্ট বরাবর স্রেফ একটি শট নিয়েছে ব্লুজরা। এদিকে আর্সেনালের মোট শট ২৭টি, লক্ষ্যেই দশটি। পরিসংখ্যানেই আন্দাজ করে নেওয়া যায় ম্যাচের জয়ী দল। তবে চেলসি হেরেছে আরও খানিকটা বাজেভাবে। ঘরের মাঠে তাই গোল উৎসবে মেতে মরিসিও পচেত্তিনোর দলকে ৫-০ ব্যবধানে উড়িয়েছে আর্সেনাল।
ম্যাচটিতে আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন বেন হোয়াইট ও কাই হাভার্টজ। বাকি একটি গোল করেছেন লেয়ান্দ্রো ট্রোসার্ড।
এমিরেটসে গানারদের গোল উৎসবের শুরু চতুর্থ মিনিটেই। ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসের বাড়িয়ে দেওয়া বল থেকে জালের ঠিকানা খুঁজে নেন ট্রোসার্ড।
এদিকে ম্যাচের শুরু থেকেই বিবর্ণ চেলসি। আক্রমণ-রক্ষণ দুইয়েই। শুরুতেই এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মিকেল আর্তেতার দল। তবে চেলসি গোলরক্ষক পেত্রোভিচের নৈপুণ্যে তা হয়ে উঠেনি।
দ্বিতীয়ার্ধে এসে এবার চেলসির রক্ষণ যেন পুরোটাই ভেঙে পড়ল। স্রেফ ১৮ মিনিটের ব্যবধানে সেখানে পুরো এক হালি গোল হজম করলো দলটি। ৫২তম মিনিটে ফিরতি এক বলে কোনাকুনি শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হোয়াইট। এরপর শুরু হাভার্টজ 'শো'। ৫৭তম মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের পাশ কাটিয়ে দারুণ এক গোল করেন এই জার্মান ফরোয়ার্ড। এর মিনিট সাতেক পরেই আরও একবার বল জালে জড়ান তিনি।
৪-০ ব্যবধানে ইতিমধ্যেই তখন ধুঁকছিল চেলসি। সেখানে চেলসির হারের দেয়ালে আরও একটি পেরেক মারল আর্সেনাল। হাভার্টজের পর ৭০তম মিনিটে এবার ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেলেন হোয়াইট।
আগের তিন ম্যাচে হারের মুখ না দেখলেও এমিরেটসে যেন মুখ থুবড়ে পড়ল চেলসি। এই হারের পর তালিকার নয়ে থাকা ক্লাবটির ৩২ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪৭।
এদিকে ৩৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৭। তবে গানারাদের এই শীর্ষকে আপাততই বলা যায়। কেননা এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৪ এবং দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩। অবশ্য সিটি নিজেদের পরের দুই ম্যাচের কোনটিতে হোঁচট খেলে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্সেনাল।