লাৎসিওকে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

লাৎসিওকে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

ইতালির শীর্ষ লিগ সেরি আ’র রেকর্ড ৩৬টি শিরোপার মালিক জুভেন্টাস। ২০১১-১২ মৌসুম থেকে ২০১৯-২০ পর্যন্ত টানা নয় আসরেও চ্যাম্পিয়ন ছিল তারাই। তবে এরপরই ক্লাবটি হারিয়েছে তাদের রাজত্ব। এবারই হয়নি তার ব্যক্তিক্রম। গত সোমবার এসি মিলানকে ২-১ ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২০তম লিগ শিরোপা জেতে ইন্টার মিলান। লিগ শিরোপার স্বপ্ন অনেক আগেই শেষ হলেও দেশটির ক্লাব প্রতিযোগিতার শীর্ষ টুর্নামেন্ট কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে জুভেন্টাস। 

টুর্নামেন্টটির সেমির প্রথম লেগে লাৎসিওর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ফিরতি লেগে গত রাতের ম্যাচটির ৮২ মিনিট পর্যন্তও ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল জুভেন্টাস। তবে ম্যাচের শেষ দিকে এসে দলটির পোলিশ স্ট্রাইকার আর্কাদিউজ মিলিকের গোলে ফাইনালে পৌঁছায় দ্য লেডিরা। 

নিজেদের মাঠে কাস্তেলানোসের গোলে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় লাৎসিও। দ্বিতীয়ার্ধের শুরুতে এসে আবার ব্যবধান দ্বিগুণ করেন ক্লাবটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে এসেও জুভেন্টাস যখন গোলের সম্ভাবনা তৈরি করতে পারছিল না তখন সবাই অতিরিক্ত সময়ের ম্যাচের দিকেই ছিল চেয়ে। 

তবে ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা মিলিকের গোলে বদলে গেল পুরো ম্যাচের পরিস্থিতি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল মাসসিমিলিয়ানো আল্লেগ্রির দল। এবং শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ ব্যবধানে হারলেও ফাইনালে উঠে যায় জুভেন্টাস। 

এ নিয়ে টুর্নামেন্টটির রেকর্ড ২২ বারের মতো ফাইনালে উঠল জুভেন্টাস। এমনকি টুর্নামেন্টের রেকর্ড ১৪টি শিরোপাও তাদের। 

আগামী ১৬ মে মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ে নামবে জুভেন্টাস। প্রতিপক্ষ হিসেবে তারা পাবে অন্য সেমির ফিওরেন্তিনা ও আতালান্তার মধ্যকার জয়ী দলটিকে।

সম্পর্কিত খবর