মেসির পর এমবাপেকে নিয়েও ইতিহাস গড়তে চান এনরিকে

মেসির পর এমবাপেকে নিয়েও ইতিহাস গড়তে চান এনরিকে

কোচিং ক্যারিয়ারটা কম লম্বা নয় লুইস এনরিকের। তবে সবচেয়ে সফল কোথায় ছিলেন, সে প্রশ্নের জবাবটা হবে– বার্সেলোনা। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া বার্সেলোনাকে প্রথম মৌসুমেই জিতিয়েছিলেন ৫টি শিরোপা। ইতিহাসের প্রথম দল হিসেবে দলটাকে জিতিয়েছিলেন দ্বিতীয় ট্রেবল। 

সেই লুইস এনরিকে এবার আরও এক ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে। পিএসজির হয়ে লিগ আঁ জয়ের কাছাকাছি আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আছে তার দল। ফ্রেঞ্চ কাপের ফাইনালেও চলে গেছে দলটা। 

আজ বুধবার লরিয়েঁকে হারাতে পারলেই প্রথম ধাপটা সম্পন্ন হয়ে যাবে তার, তবে এখানে কিন্তু আছে একটা, দুইয়ে থাকা মোনাকোকে পয়েন্ট খোয়াতে হবে লিলের বিপক্ষে। পিএসজির কোচ হিসেবে প্রথম মৌসুম কাটাতে থাকা এনরিকের চোখ ইতিহাসে। প্রথমবারের মতো কোনো কোচ হিসেবে দুটো ভিন্ন ক্লাবে প্রথম মৌসুমেই ট্রেবল জেতার ইতিহাস। সঙ্গে প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে পিএসজিকে ট্রেবল জেতানোর কীর্তিও আছে তার সামনে। 

তিনি বলেন, ‘ক্লাবের, শহরের, কিংবা গোটা দেশের ইতিহাস গড়ার হাতছানিটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে, কোনো সন্দেহ নেই। তবে আমাদের কাছে এখন স্রেফ একটা ট্রফি (জানুয়ারিতে তুলুসকে হারিয়ে জেতা চ্যাম্পিয়ন্স ট্রফি) আছে। চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের লড়ে জেতে হবে, কারণ আমাদের প্রতিপক্ষরা বেশ ভালো দল।’

পিএসজি গেল সেপ্টেম্বরের পর লিগ আঁতে আর ম্যাচ হারেনি। এখন দলটা ফরাসি লিগের শীর্ষে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো থেকে। ম্যাচ বাকি আছে আর মোটে পাঁচটা। এই মুহূর্তে মোনাকো পয়েন্ট খোয়ালে আর নিজেদের ম্যাচে জয় তুলে নিতে পারলেই লিগ জিতে যাবে পিএসজি। 

তবে এরপরও এনরিকের চোখে পথটা অনেক দূরের। তিনি বলেন, ‘এখনও আমাদের সামনে লম্বা আর বন্ধুর পথ বাকি পড়ে আছে। আমাদের লক্ষ্য পূরণে আমাদেরকে বেশ মনোযোগী থাকতে হবে।’

লিগ জয়ের পরও ঘরোয়া পরিমণ্ডলে দলের হয়ে কাজটা শেষ নয় কারোই, মনে করিয়ে দিলেন তিনি, ‘আমি আশা করছি কালই লিগ জিতে যেতে পারব। কিন্তু যখনই সেটা হোক, তা গুরুত্বপূর্ণ নয়, আমাদের দল হিসেবে ঐকবদ্ধ ও মনোযোগী থাকতে হবে।’

লিগ জেতার পর পিএসজির সামনে পড়ে থাকবে কেবল আর দুটো লক্ষ্য, ফরাসি কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ। এর আগে একবার ফাইনাল খেললেও পিএসজি কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এনরিকে সে অধরা শিরোপাটাই জেতাতে চান ফরাসি দলটাকে। 

ইতোমধ্যেই তার সাবেক দল বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে উঠে গেছেন কিলিয়ান এমবাপেরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। এছাড়াও আগামী ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিওঁর মুখোমুখি হবে পিএসজি।

সম্পর্কিত খবর