বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তেভেজ
তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার কার্লোস তেভেজকে। শেষ কয়েক দিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি।
গত রাতে তীব্রতা বেড়ে গেলে তাকে নিয়ে যেতে হয় আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের কাছে সান ইসিন্দ্রোর একটি ক্লিনিকে। সেখানে একটা রাত কাটাতেও হয়েছে তাকে। আজ বুধবার তার আরও পরীক্ষা করানো হবে কাছের একটি হাসপাতালে।
৪০ বছর বয়সী তেভেজ আর্জেন্টাইন শীর্ষ বিভাগের দল ইন্দিপেন্দিয়েন্তের কোচিং করাচ্ছেন। ক্লাবটির একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কোচ কার্লোস তেভেজ সান ইসিন্দ্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন। তারা কিছু পরীক্ষা করিয়েছে, যার ফল সন্তোষজনকই এসেছে। আজ তাকে বেশ কিছু পরীক্ষা করানো হবে, সাধারণ চেক আপের অংশ হিসেবে যা আগাম বরাদ্দ করে রাখা হয়েছে।’ তেভেজকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত থাকতে হবে হাসপাতালেই। জানিয়েছে ইন্দিপেন্দিয়েন্তে কর্তৃপক্ষ।
আর্জেন্টাইন পত্রিকাগুলো জানাচ্ছে, তেভেজের এই সমস্যা চাপ থেকে তৈরি হয়েছে। যদিও তিনি এ বিষয়ে এখনও মুখ খোলেননি। দীর্ঘ দিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তিনি। নিয়মিত মেডিক্যাল চেক আপের মধ্য দিয়েও যান তিনি।
ইন্দিপেন্দিয়েন্তের সঙ্গে তার চুক্তিটা ২০২৬ সাল পর্যন্ত। তবে চলতি মৌসুমের শুরুতে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা তিনি নিজেই জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে। চলতি মাসের শুরুতে কাপ প্রতিযোগিতা থেকে বিদায়ের পর তিনি সংবাদ সম্মেলনও বাতিল করে দিয়েছিলেন। সেই চাপের কারণেই হয়তো, এবার তাকে যেতে হলো হাসপাতালে।