ফ্রেঞ্চ ওপেনে অনিশ্চিত নাদাল
এই মৌসুমটাই শেষ, এরপরই টেনিস র্যাকেটটা তুলে রাখবেন রাফায়েল নাদাল। আগামীকাল সন্ধ্যায় শেষ বারের মতো নামবেন মাদ্রিদ ওপেনে, নিজের ঘরের টুর্নামেন্টে। তবে এখন মাঠে নামলেও আগামী মাসে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন খেলতে পারবেন কি না, তা নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এ কথা।
৩৭ বছর বয়সী ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী আগামীকাল আমেরিকান খেলোয়াড় ডারউইন ব্লাঞ্চের মুখোমুখি হবেন মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে। তার আগে এ তারকা জানিয়েছেন, সেরা ফর্মের ধারেকাছেও নেই তিনি।
নাদাল বলেন, ‘যদি আমি আজ প্যারিসে থাকতাম, তাহলে খেলতে নেমে পড়তাম না। আমি মনে করি না আমার ১০০ ভাগ ফিটনেস আছে। তবে মাদ্রিদে শেষ বারের মতো খেলাটা গুরুত্বপূর্ণ। এই কোর্টে খেলাটা আমার জন্য অনেক অর্থ বহন করে। কারণ এখানে আমার অনেক দারুণ কিছু স্মৃতি আছে।’
তবে তার মানে এই নয় যে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে এখনই সরিয়ে নিচ্ছেন তিনি। স্প্যানিশ এই খেলোয়াড় বলেন, ‘এর মানে এই নয় যে আমি আগামী কয়েক সপ্তাহ পরের এই টুর্নামেন্টের আশা ছেড়ে দিচ্ছি। আমি জানি না কী হবে, আমি কাউকে দ্বিধান্বিত করতে চাই না। তিন সপ্তাহ পরে কী হবে, তা আমি জানি না।’
তার ক্যারিয়ারের ২২ শিরোপার ১৪টিই এসেছে লাল মাটির রোলাঁ গারোঁতে। ফরাসি ওপেনে রেকর্ড শিরোপাধারী সেখানে আবারও খেলতে বেশ মরিয়া। সেজন্যে নিজের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবেন তিনি, জানালেন নিজেই।
নাদাল বলেন, ‘প্যারিসে যেন খেলতে পারি, তার জন্য সবকিছুই করব আমি। যদি পারি, তাহলে তো পারলামই, যদি না পারি, তাহলে আর কিছু করার নেই। প্যারিসে আমি যাব, যদি আমার মনে হয় আমি লড়াই করতে পারব, তখন।’