আরও এক বছর বার্সার কোচ জাভি

আরও এক বছর বার্সার কোচ জাভি

চলতি বছরের শুরুতে আচমকাই বার্সেলোনা কোচ জাভি জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষে আর দলের কোচের পদটা ধরে রাখবেন না তিনি, এটাই কাতালুনিয়ায় তার শেষ মৌসুম। তবে মৌসুম শেষ হওয়ার আগেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ফলে তাকে অন্তত ২০২৪-২৫ মৌসুমের জন্য বার্সেলোনা পাচ্ছে কোচ হিসেবে। 

গেল দিনের পুরোটাই জাভি কাটিয়েছেন বার্সেলোনা কর্তাদের সঙ্গে বৈঠক করে। সেখানে একগাদা শর্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে তার সামনে। সে শর্ত মেনেই তিনি আরও এক মৌসুম বার্সেলোনার কোচ হিসেবে থাকতে রাজি হয়েছেন, যা তার চুক্তিতেই বলা ছিল। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ক্লাবের এক মুখপাত্র।

আগামী সোমবার বার্সেলোনা নিজেদের পরের ম্যাচে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। তার আগে আগামী রোববার জাভি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। তার আগে আজ বৃহস্পতিবার বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা কোচের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডাকবেন। 

বার্সেলোনার হয়ে ১৭ বছর খেলেছেন জাভি। দলের লাল-নীল জার্সিটা ৭৬৭ ম্যাচে গায়ে চড়িয়েছেন। ২৫টি শিরোপা জিতেছেন, যাতে আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লিগ শিরোপা। কোচ হিসেবেও পেয়েছেন সফলতা, জিতেছেন স্প্যানিশ সুপার কাপ আর লা লিগা শিরোপা। 

তবে চলতি মৌসুমে তার ফর্মটা পক্ষে কথা বলছিল না মোটেও। যে কারণে তার ওপর চাপও বাড়ছিল। সবশেষ দুই ম্যাচে হেরেছে দলটা। রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলের ওই হারের ফলে লা লিগা জয়ের আশাও শেষ হয়ে গেছে তাদের, রিয়ালের চেয়ে বর্তমানে দলটা ১১ পয়েন্টে পিছিয়ে।  তার চার দিন আগে পিএসজির কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নেয় কাতালানরা। 

এই দুই হারের ফলে দলটার শিরোপাহীন মৌসুম নিশ্চিত হয়ে গেছে অনেকটাই। এরপরই জাভিকে আরও এক মৌসুম ধরে রাখার খবরটা এল বার্সেলোনা থেকে।

সম্পর্কিত খবর