শিরোপার পথে ধাক্কা খেয়ে ক্ষমা চাইলেন লিভারপুল কোচ 

শিরোপার পথে ধাক্কা খেয়ে ক্ষমা চাইলেন লিভারপুল কোচ 

লিগ শিরোপার পথে এটি বেশ লিভারপুলের বেশ বড়সড় ধাক্কাই। এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে চলছিল ত্রিমুখী লড়াই, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। গত রাতের ম্যাচটিতে নামার আগে লিভারপুলের পয়েন্ট ছিল ৩৩ ম্যাচে ৭৪। এভারটনের বিপক্ষে ম্যাচটি জিতলেই অল রেডদের পয়েন্ট হতো শীর্ষে থাকা আর্সেনালের সমান ৭৭। তবে সব সমীকরণ উড়িয়ে গুডিসন পার্কে ম্যাচটিতে ২-০ ব্যবধানে হেরে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল অল রেডরা। 

এই হারের পর ৩৪ ম্যাচেও লিভারপুলের পয়েন্ট থাকলো ৭৪। তিনে থাকা সিটির পয়েন্ট ৭৩ হলেও তারা ম্যাচ খেলেছে দুটি কম। এতে স্বাভাবিকভাবেই লিভারপুলকে ছাড়িয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন। এমন হারে তাই ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে ক্ষমা চাইলেন ইয়ুর্গেন ক্লপ। চলতি বছর শেষেই ক্লাব ছাড়ছেন এই জার্মান কোচ। শেষ বেলায় এসে লিগ শিরোপা জয়ের আশা থেকে বেরিয়ে খালি হাতেই হয়তো বিদায় নিতে হবে তাকে। 

ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘পারফরম্যান্সটা আশানুরূপ ছিল না। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। আমি সত্যিই দুঃখিত। ডার্বিতে (মার্সেসাইড) এর আগে লোকে আমাকে রেকর্ডের কথা বলেছে। তবে এখন অভিজ্ঞতাটা অন্য রকম। এটার দরকার ছিল না, তবু ঘটে গেল।’ 

এদিকে ম্যাচটিতে ১৪ বছর পর নিজেদের মাঠ গুডিসন পার্কে লিভারপুলকে হারাল এভারটন। এতে দলটির বিপক্ষে লিভারপুলের হয়ে প্রথম হার দেখল ক্লপ। এভারটন সমর্থকরাও তাকে মনে করিয়ে দিল শিরোপার স্বপ্ন এখানেই শেষ। ম্যাচ শেষে স্বাগতিক দলের সমর্থকরা এটি বলেই দিচ্ছিল স্লোগান , ‘ইউ লস্ট দ্য লিগ অ্যাট গুডিসন পার্ক!’। অর্থাৎ, তোমরা (লিভারপুল) লিগ শিরোপা হারালেই গুডিসন পার্কে। 

লিগে চার ম্যাচ আগেও লিভারপুল ছিল বেশ শক্ত অবস্থানে। তবে সবশেষ এই চার ম্যাচেই দুই হার ও এক ড্রয়েই আপাতত শিরোপা থেকেই অনেকটাই দূরে ইয়ুর্গেন ক্লপের দল।

সম্পর্কিত খবর