ইউনাইটেডে সমালোচনাকে জীবনের অংশ বললেন ব্রুনো
সবশেষ ২০১২-১৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আর লিগ শিরোপার স্বাদ নেওয়া হয়নি রেড ডেভিল খ্যাত দলটি। এবার নেই শিরোপার লড়াইয়ের আশেপাশেও। ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ছয়ে। সবশেষ এক যুগের পরিসংখ্যান ক্লাবটির বিপক্ষে থাকলেও প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল ইউনাইটেডই।
এমন অভিজাত ক্লাবটি যখন লম্বা সময় ধরে সাফল্যের চূড়ায় উঠতে ব্যর্থ তখন সমালোচনায় যেন তার পিছু নিবে এটাই যেন স্বাভাবিক। আর সমালোচনাকে ইউনাইটেড ক্লাব ক্যারিয়ারে জীবনের একটি অংশ বলে দাবী করলেন ব্রুনো ফের্নান্দেস।
লিগে সবশেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড। এতে বিভিন্ন সূত্র ধরে সমালোচনা হচ্ছিল বেশ জোরেশোড়েই। পরে গত রাতে লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।
ম্যাচের ৬০ মিনিটেও যখন ইউনাইটেড ২-১ গোলে পিছিয়ে তখন ২০ মিনিটের ব্যবধানে ব্রুনোর জোড়া গোলেই ম্যাচে এগিয়ে যায় রেড ডেভিলরা। ম্যাচ শেষে তাই সমালোচকদের উদ্দেশ্যে অনেকটা আক্ষেপ নিয়ে কথাগুলো বলেন এই পর্তুগিজ তারকা মিডফিল্ডার। ‘ আপনি টানা ৯ ম্যাচ জিতে ধারাবাহিক অবস্থায় থাকতে পারেন, তবে এরপর একটি ম্যাচ হারলেই পড়তে হবে সমালোচনার মুখে। ইউনাইটেডে প্রতিটি ম্যাচ জিততে হবে। এটি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’
ইউনাইটেড দলের হয়ে প্রশংসা পাওয়ার মতো সমালোচনার জন্যও প্রস্তুত থাকতে বললেন ব্রুনো। ‘ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হলে প্রশংসিত হওয়ার মতো আপনাকে সমালোচনার জন্যও প্রস্তুত থাকতে হবে। ভালো করলে যখন আমরা প্রশংসা পাই, তখন সমালোচনাতেও আমরা বিরক্ত হতে পারি না।’