চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন মার্তা
পেলে, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, নেইমাররা যখন মাতালেন ব্রাজিলের ফুটবলের পুরুষ অংশটা তখন নারীদের ক্ষেত্রে অনায়াস এক নাম মার্তা। নারী-পুরুষ উভয় দল মিলিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি। হলুদ-নীল জার্সিতে খেলে চলেছেন ২২ বছরেরও বেশি সময় ধরে। তবে দীর্ঘ এই পথচলার হতে চলেছে শেষ। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে জানান মার্তা।
চলতি বছরের জুনে শুরু হতে যাচ্ছে প্যারিস অলিম্পিক। এবারে আসরে ব্রাজিলের অলিম্পিক দলে জায়গা করতে পারলে নিজের ষষ্ঠ অলিম্পিক আসরে খেলবেন মার্তা। তবে অলিম্পিক দলে না জায়গা পান আর নাই পান চলতি বছরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন এই তারকা ফরোয়ার্ড।
সেই সাক্ষাৎকারে মার্তা বলেন, ‘এবারের অলিম্পিকে সুযগপেলে প্রতিটি মুহূর্ত উপভোগ করবো। কারণ, আমি অলিম্পিকে সুযোগ পাই আর না পাই, এটিই জাতীয় দলের সঙ্গে আমার শেষ বছর।’
কেবল ১৬ বছর বয়সে ২০০২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক মার্তার। ২২ বছর দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ১৭৫ ম্যাচ খেলে করেছেন দেশের রেকর্ড ১১৬ গোল। পরবর্তীতে হয়তো ফুটবলে ভিন্ন অবতরে দেখা মিলবে মার্তার তবে খেলোয়াড় হিসেব সমাপ্তি এই বছরেই। ‘২০২৫ থেকে জাতীয় দলে আর থাকছে না ফুটবলার মার্তা।’
ক্যারিয়ারে সোনায় মোড়ানোর মতো হলেই সেই ক্যারিয়ারে তার পাওয়া হয়নি সোনার মুকুট, বিশ্বকাপ। ২০০৭ সালে তার কাছাকাছি গিয়েও ফাইনালে জার্মানির বিপক্ষে হেরেছে ভেঙেছিল সেই শিরোপার স্বপ্ন।
বিশ্বকাপটা না পেলেও বিশ্বকাপের অনন্য এক কীর্তির মালিক এই মার্তা। ছয়টি বিশ্বকাপ খেলে ২৩ ম্যাচে করেছেন ১৭ গোল, যা বিশ্বকাপে কোনো ফুটবলারের করা সর্বোচ্চ।