৫৮ বছর বয়সেও অনুশীলনে নেমে ২ গোল রোমারিওর
অবসর ভেঙে রোমারিও ফের ফিরতে চলেছেন পেশাদার ফুটবলে। এমনটি জানা গেছে আগেই। তবে ফিরছেন না হুট করেই। নিয়ম মেনে নিজেকে ঝালিয়ে নিতে নাম্লেন অনুশীলনে। সেখানে আবার জোড়া গোলও করলেন ব্রাজিলের ৫৮ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।
২০০৮ সালে সব ধরণের ফুটবলকে বিদায় বলেছিলেন রোমারিও। তবে সেই অবসর ভেঙেছিলেন পরের বছরই। প্রয়াত বাবার স্বপ্ন পূরণে সে সময় রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকা আরজের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ১৯৯৪ আসরের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। ১৫ বছর পর আবারও অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফেরার খবরটা দিয়েছেন সপ্তাহখানেক আগেই। বাবার পর ছেলের স্বপ্ন পূরণে মাঠে ফিরছেন রোমারিও।
ফুটবল ছাড়ার পর রাজনীতিতে নাম লেখিয়েছিলেন রোমারিও। এরপর সেই আমেরিকা আরজের ক্লাব সভাপতি হয়ে ফিরেছেন ফুটবলের দুয়ারে। এবার তাদের হয়ে খেলবেন কয়েকটি ম্যাচ। নিজ ছেলে রোমারিনিওর সঙ্গে। মূলত অনুশীলন এর জন্যই।
স্ট্রাইকার হিসেবে নিজের জাত চেনাতে বুড়ো বয়সেও খুব একটা সময় নিলেন না রোমারিও। অনুশীলনে করলেন জোড়া গোল। এরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপে যেন ফিরিয়ে আনলেন সেই তরুণ রোমারিওকে। সেই পুরনো ঠোঁটকাঁটা স্বভাব। পায়ের নৈপুণ্য ছাড়া কথার বুলিতেও মারতেন গেরো। সেই তালিকায় বাদ পড়তেন না পেলে, জিকো, জাগালোদের মতো সাবেক তারকারাও। এবার খানিকটা নিজের ফিটনেস নিয়ে মজা করলেন রোমারিও। ‘আমি অনেক ক্লান্ত। আমি উঠানোর জন্য জলদিই স্ট্রেচার লাগবে। ১৬ বছর ধরে অনুশীলন করিনি, আজ একটু দৌড়েছি।’
পুরো মৌসুম খেলবেন এমন কিছু আগেই বলে রেখেছিলেন রোমারিও। খেলবেন কিছু ম্যাচে, কয়েক মিনিট করে। আগামী ১৮ মে লিগে প্রথম ম্যাচ খেলবে আমেরিকা আরজে।