চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত কোর্তোয়া
চলতি মৌসুম শুরুর আগে গত আগস্টে অনুশীলনের বাঁ হাঁটুর এসিএলে চোট পান রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেই চোটেই লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই বেলজিয়ান ফুটবলার। প্রায় আট মাস পর সেই চোট থেকে ফিরে গত মাসে অনুশীলনে ফিরেছিলেন কোর্তোয়া। সেখানে এবার ডান হাঁটুর মেনিসকাসে পান চোট। এবারের চোট থেকে অবশ্য সেরে উঠলেন দ্রুতই। প্রায় নয় মাঠের বাইরে থাকার পর দুই হাঁটুর চোট সেরে মাঠের খেলায় ফিরতে প্রস্তুত এই ৩১ বছর বয়সী বেলিজিয়ান তারকা।
কোর্তোয়াকে ছাড়াই অবশ্য সবশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আন্দ্রে লুনিনের নৈপুণ্যে টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিতে পৌঁছেছে তারা। এদিকে লা লিগাতেও দারুণ ফর্মে আছে তারা। ৩২ ম্যাচে শীর্ষে থাকা কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৮১, যা সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা বার্সার চেয়ে ১১ বেশি।
কোর্তোয়ার ফেরায় এবার আনচেলত্তির নিশ্চিতভাবেই পড়তে চলেছেন মধুর সমস্যায়। যেখানে কোর্তোয়া স্বাভাবিকভাবেই প্রথম পছন্দ। এদিকে ইউক্রেনিয়ান গোলরক্ষক লুনিনও আছেন দারুণ ছন্দে।
লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল। এই ম্যাচেই অবশ্য দেখা মিলছে না কোর্তোয়ার। তবে কবে ফিরবেন তা জানালেন আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘দল সাজানো নিয়ে সামনে আমাকে সাবধানে ভাবতে হবে। এর আগে দল অনেক দুর্ভোগে পড়েছে। কোর্তোয়া ভালো আছে। আগামী সপ্তাহের সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং কাদিজের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারে।’
উল্লেখ্য, কাদিজের বিপক্ষে লিগে রিয়ালের ম্যাচে আগামী ৪ মে।
লম্বা সময় মাঠে বাইরে থাকলেও কোর্তোয়া স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে একাদশের দৌড়ে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে। ২০২২ সালের ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়ালের রক্ষণ অনেকটা এক সামলেই দলকে নিয়ে জিতিয়েছিলেন শিরোপা। হয়েছিলেন ম্যাচসেরাও।