স্লটকে আনতে ফেইনুর্দের সঙ্গে সমঝোতায় লিভারপুল
লিভারপুলে শেষ হতে চলছে ক্লপ অধ্যায়। ২০১৫ সালে অল রেডদের কোচ হয়ে আসা এই জার্মান ইন্টারন্যাশনাল মৌসুমের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন যে মৌসুম শেষেই সালাহ-আলিসনদের দায়িত্ব ছাড়ছেন তিনি। পরেই শুরু হয় ক্লপের উত্তরসূরি খোঁজা।
বায়ার লেভারকুজেন জাভি আলোনসো বা স্পোর্টিং লিসবনের রুবেন আমোরিমকে ছাড়িয়ে আর্নে স্লটকে লিভারপুলের দায়িত্ব দেওয়ার অনেকটাই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে ইতিমধ্যে সমঝোতাতেও পৌঁছেছে লিভারপুল।
গত বৃহস্পতিবার ডাচম্যান স্লট নিজেই লিভারপুলের কোচ হতে আগ্রহী বলে জানান। পরে ক্লপো জানান, স্লটকে তার জায়গায় দেখতে তিনি আগ্রহী। সব মিলে এখন লিভারপুল সেই পথেই। স্লটকে দলে নিতে তাই ফেইনুর্দের সঙ্গে ৯ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৬ কোটি টাকা) মৌখিক চুক্তিকে পৌঁছেছে অল রেডরা। এখন কেবল অফিশিয়াল ঘোষণার পালা। এছাড়াও চুক্তিটিতে অ্যাড-অন হিসেবে ২ মিলিয়ন ইউরো দিতেও রাজি লিভারপুল।
২০২১ সালে ডাচ ক্লাব ফেইনুর্দের দায়িত্ব নেওয়ার পরের মৌসুমেই ক্লাবটিকে এরদিভিসি (ডাচ লিগ শিরোপা) জেতান স্লট। এমনকি সেই মৌসুমে ডাচ কাপো জিতেছিল দলটি। চলতি মৌসুমে লিগে তারা আছে দ্বিতীয় অবস্থানে।