বসুন্ধরার জয়ের দিনে আরও পেছাল মোহামেডান

বসুন্ধরার জয়ের দিনে আরও পেছাল মোহামেডান

বসুন্ধরা কিংস লিগের শীর্ষে আছে অনেক দিন ধরেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের সবচেয়ে কাছে থাকা প্রতিদ্বন্দ্বী হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাও তাদের ব্যবধানটা ছিল ৫ পয়েন্টের। বসুন্ধরা আজ শেখ জামালকে হারিয়েছে ২-০ ব্যবধানে। তবে দিনের অন্য ম্যাচে মোহামেডানকে ০-০ গোলে আটকে দিয়েছে পুলিশ এফসি। এই দুই ম্যাচ শেষে আজ দুই দলের পয়েন্ট ব্যবধানটা বেড়ে দাঁড়াল ৭-এ। 

ফেডারেশন কাপের শেষ চারে মোহামেডানের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। সে ম্যাচটা হবে আগামী ৭ মে। তার ১০ দিন আগে প্রিমিয়ার লিগেও মোহামেডান পড়ে গিয়েছিল পুলিশের সামনে। 

এই ম্যাচে মোহামেডান দাপট দেখিয়েছে বটে, কিন্তু চূড়ান্ত ফলটা নিজেদের পক্ষে আনতে পারেনি। পারবে কী করে, একের পর এক আক্রমণ বৃথা যেতে দিয়ে দলটা যে আর গোলই করতে পারেনি! গোলশূন্য ড্রয়ে বাধ্য হতে হয় তাদের। 

দিনের শেষ ম্যাচে বসুন্ধরা অবশ্য ঠিকই জয় তুলে নিয়েছে। নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় দলটাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি। প্রথমার্ধে দুটো গোল করে প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। এরপর দ্বিতীয়ার্ধে তা ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটা। বসুন্ধরার গোল দুটো করেন দরিয়েলতন গোমেজ।

আজ শনিবার ম্যাচ হয়েছে আরও একটা। আগের গেমউইকে মোহামেডানের কাছে ৮ গোল হজম করা ব্রাদার্স ইউনিয়ন আজ পড়েছিল চট্টগ্রাম আবাহনীর সামনে। চট্টগ্রামের এই দলও গোপীবাগের ক্লাবকে ভাসায় গোলবন্যায়, ৫ গোলে হারিয়েছে তাদের। এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী চলে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে।

সম্পর্কিত খবর