ঘরের মাঠে হোঁচটে শিরোপা অপেক্ষা বাড়ল পিএসজির
ম্যাচ জিতলেই রেকর্ড ১২তম লিগ ওয়ান শিরোপা পিএসজির। এমন সমীকরণ নিয়েই গত রাতে লা হাভ্রের বিপক্ষে নেমেছিল ফ্রেঞ্চ জায়ান্টরা। তবে ঘরের মাঠে হোঁচট খেয়ে আপাতত শিরোপা উদযাপনে কিছুটা অপেক্ষা বাড়ল লুইস এনরিকের দলের। হাভ্রের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে ৩-৩ ব্যবধানে।
এই ড্রয়ের পর শীর্ষে থাকা পিএসজির ৩১ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৭০। দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট ৩০ ম্যাচে পয়েন্ট ৫৮। কার্যত পরের চার ম্যাচে মোনাকো জয় পেলে এবং পিএসজি বাকি তিন ম্যাচে হারলেও লিগ শিরোপা হারানোর ভয় নেই পিএসজির। কেননা পিএসজির সঙ্গে মোনাকোর গোল ব্যবধান ২৯। স্রেফ খাতা-কলমের সমীকরণ মেলাতে পরের ম্যাচ অন্তত ড্রয়ের দেখা পেলেই শিরোপা পিএসজির নামে।
ম্যাচটিতে অবশ্য পুরো তিন পয়েন্ট হারানোর আশঙ্কায় ছিল স্বাগতিকরা। ম্যাচের ৭৭তম মিনিট পর্যন্তও ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিল পিএসজি। পরে ৭৮তম মিনিটে আশরাফ হাকিমি এবং ম্যাচের যোগ করা সময়ে পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোসের গোলে ১ পয়েন্ট নিশ্চিত করে লুইস এনরিকের দলটি।
চলতি বছরের শুরুতে তুলুজকে হারিয়ে ফরাসির সুপার কাপের শিরোপা জয়ের পর লিগ শিরোপার একদম দুয়ারে পিএসজি। এছাড়াও আসরে আরও দুটি শিরোপার দৌড়ে আছে তারা। ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগে সেমিতে পৌঁছেছে পিএসজি। এদিকে আগামী ২৫ মে ফরাসি কাপের ফাইনালে লিওনের বিপক্ষেও লড়বে এমবাপে-মার্কিনিয়োসরা। সব মিলিয়ে তাই চারটি শিরোপা বা কোয়াড্রপলের হাতছানি।