কেইনের নজর এখন লেভানডভস্কির রেকর্ডে
ক্লাবের অবস্থান যেমনই থাকুক বায়ার্ন মিউনিখের ম্যাচের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে হ্যারি কেইনের গোল উৎসব। চলতি আসরেই টটেনহাম থেকে বুন্দেসলিগার দলটি পাড়ি জমানোর পর জার্মান জায়ান্টদের হয়ে একের পর রেকর্ড গড়ে চলেছেন এই ইংলিশ তারকা ফরোয়ার্ড। বুন্দেসলিগা অভিষেক আসরে প্রথম ফুটবলার হিসেবে করেন চারটি হ্যাটট্রিক। পরে ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি উয়ি সিলারের অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩০ গোলের রেকর্ড। সেসব ছাপিয়ে কেইনের নজর এখন সাবেক বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কির রেকর্ডে।
বুন্দেলিগায় গত রাতের ম্যাচে ফ্রাঙ্কফুটের বিপক্ষে জোড়া গোল করেন কেইন। এতেই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ইংলিশ তারকার লিগের ৩১ ম্যাচে গোলের সংখ্যা দাঁড়াল ৩৫। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের সংখ্যাটি ৪২। এতেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক ছুঁলেন কেইন।
বুন্দেসলিগার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড লেভানডভস্কির, ৪১টি। তার থেকে ছয় গোল পিছিয়ে কেইন। লিগে বায়ার্নের ম্যাচ বাকি তিনটি। এই তিন ম্যাচেই পোলিশ ফরোয়ার্ডের রেকর্ডকে ছাড়িয়ে যেতে চান কেইন।
ম্যাচ শেষে এটাই লেভানডভস্কি রেকর্ড ভাঙ্গা নিয়ে প্রশ্ন উঠলে সেখানে কেইন বলেন, ‘এটা সম্ভব, তবে যাই হোক আমাকে এগিয়ে যেতে হবে।’
রেকর্ড সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত আছেন কেইন। এগোচ্ছেনও সেই পথেই। ‘আগামী সপ্তাহে আমাকে হয়তো কয়েকটি গোল করতে হবে (রেকর্ড ছুঁতে)। এটি ধরাছোঁয়ার মধ্যেই আছে।’