টটেনহামের মাঠে জিতে শীর্ষেই থাকল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারও ফিরল গত মৌসুমের শিরোপার লড়াই। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। এবারের শিরোপা দৌড়ে বেশ খানিকটা সময় জুড়ে দল দুটির সঙ্গে সমান তালে থাকলেও শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হোঁচট খেয়ে ছিটকে গেছে লিভারপুল। লড়াইটা তাই এখন সিটিজেন-গানারদের মধ্যেই। সেই লড়াই ধরে রেখে মৌসুমের শেষ দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের দেখা পেল আর্সেনাল। টটেনহামের বিপক্ষে ৩-২ ব্যবধানে এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল মিকেল আর্তেতার দল।
৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৮০। এদিকে গত রাতের আরেক ম্যাচে নটিংহাম ফরেস্টের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এতে দুইয়ে থাকা সিটিজেনদের পয়েন্ট ৭৯। অবশ্য তারা আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলেছে।
শহুরে প্রতিপক্ষ টটেনহামের মাঠে ম্যাচের প্রথমার্ধের পুরো সময় চলে আর্সেনালের আধিপত্য। ১৫তম মিনিটে স্বাগতিকদের ভুলে ম্যাচে এগিয়ে যায় গানাররা। সেখানে টটেনহাম মিডফিল্ডার পিয়েরে-এমিল হয়বার্গ বল জড়িয়ে বসেন নিজেদের জালেই। মিনিট ছয়েক পরেই অবশ্য সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। তবে ফ্রি-কিক থেকে আসা এক বলে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর হেড লাগে গোলপোস্টে।
টটেনহামের সমতায় ফেরার আশা ছাপিয়ে ২৭তম মিনিটে এবার ব্যবধান বাড়ায় মিকেল আর্তেতার দল। কাই হাভার্টজের বাড়িয়ে দেওয়া বল থেকে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারের পাশ কাটিয়ে বল জালের লক্ষ্যে পৌঁছান বুকায়ো সাকা। আগের গোলে অ্যাসিস্টের পর এবার নিজেই গোল করেন হাভার্টজ। এতে ৩৮ মিনিটেই ‘নর্থ লন্ডন ডার্বি’তে ৩-০ তে এগিয়ে যায় আর্সেনাল। সেই ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
ম্যাচের ৬৪তম মিনিটে এবার ভুল করে বসেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। সতীর্থ থেকে পাস পেয়ে ফিরতি পাসে সেটি রোমেরের নিয়ন্ত্রণে দিয়ে বসেন রায়া। সেখান বল জালের ঠিকানায় পৌঁছে দিতে কোনো ভুল করেননি এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। পরে ৮৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও কমান সন হিউং-মিন। এতে আর্সেনালের শুরুর দাপট ছাড়িয়ে শেষ দিকে এসে শঙ্কা জাগে পয়েন্ট হারানোর। তবে শেষ পর্যন্ত টটেনহাম আর কোনো সুযোগ তৈরি করতে না পারলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।