মোনাকোর হারে লিগ শিরোপা নিশ্চিত পিএসজির 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৫৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৪

চারটি শিরোপা বা কোয়াড্রপলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল পিএসজি। চলতি বছরের শুরুতে তুলুজকে হারিয়ে ফরাসির সুপার কাপের শিরোপা জয়ের পর এবার লিগ ওয়ান শিরোপাও নিজেদের করলো ফ্রেঞ্চ জায়ান্টরা। লিগের গত ২৭ এপ্রিলে লা হাভ্রের বিপক্ষে ম্যাচেই শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা। তবে ঘরের মাঠে ম্যাচটিতে ৩-৩ ব্যবধানে ড্রয়ে বাড়ে অপেক্ষা। 

অবশ্য সেই অপেক্ষা থাকল স্রেফ একদিন। পরিসংখ্যানও ছিল পিএসজির পক্ষেই। মোনাকোর চেয়ে ১২ পয়েন্ট ছাড়াও ২৯ গোলের ব্যবধানে এগিয়ে ছিল এমবাপে-হাকিমিরা। তবে খাতা-কলমের অনায়াস সেই সমীকরণ মিলে গেল গত রাতে লিগে তালিকার দুইয়ে থাকা মোনাকোর হারের মধ্যে দিয়ে। লিওনের বিপক্ষে ম্যাচটিতে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারে লাল-সাদার দলটি। এতেই নিজেদের রেকর্ড ১২তম লিগ শিরোপা নিশ্চিত করে পিএসজি। 

লিগে এখনো অবশ্য তিন ম্যাচ বাকি। সেখানে ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০ এবং সমান ম্যাচে দুইয়ে থাকা মোনাকোর ৫৮। অর্থাৎ, পরের তিন ম্যাচেও যদি মোনাকো জেতে তাও ছাড়িয়ে যেতে পারবে না পিএসজিকে। 

মৌসুমে এখন পর্যন্ত সম্ভাব্য দুটি শিরোপাই জিতল পিএসজি। সামনে সুযোগ আরও দুটি শিরোপার। আগামী ২ মে ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নামবে পিএসজি। এদিকে  আগামী ২৫ মে ফরাসি কাপের ফাইনালে লিওনের বিপক্ষেও লড়বে এমবাপে-মার্কিনিয়োসরা। 

এদিকে এ নিয়ে টানা তিন আসরেই লিগ শিরোপা জিতল পিএসজি। আগের মৌসুমে লসের বিপক্ষে স্রেফ এক পয়েন্টের ব্যবধানে জিতেছিল তারা। তবে এবার অনেকটা দাপটের সঙ্গেই শিরোপাসহ মৌসুম শেষের পথে লুইস এনরিকের দলটি। 

খেলার দুনিয়া | ফলো করুন :