৪২ বছরেই না ফেরার দেশে হীরক
৪২ বছর। এ আর এমন কী বয়স! তবে এই বয়সেই না ফেরার দেশে চলে যেতে হলো ঘরোয়া ফুটবলের একসময়ের পরিচিত নাম হীরক জোয়ার্দারকে।
বিকেএসপিতে তার ফুটবলের হাতেখড়ি। তিনি ছিলেন ক্রিকেটার মুশফিক, হকি খেলোয়াড় মামুনুর রহমান চয়নদের সঙ্গে একই ব্যাচে। খেলোয়াড়ি জীবনে হীরক খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন, ফরাশগঞ্জের মতো ক্লাবে। বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন। ইন্দো বাংলা গেমসে বাংলাদেশ জাতীয় দলেও খেলেছেন তিনি। ছড়িয়েছেন আলোও।
বর্ণিল ফুটবল ক্যারিয়ারটাকে যখন বিদায় বলছেন, তখনও তার বয়স ছিল খুবই কম। এরপর তিনি ছিলেন কুষ্টিয়ায়, ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিকভাবে রাজনীতিও করেছেন। এই তো এক দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন রাজনৈতিক পোস্ট।
তবে তার সবই এখন অতীতকালে লেখতে হচ্ছে, কারণ তিনি বিদায় বলে দিয়েছেন পৃথিবীকে। খেলোয়াড়ি জীবনের মতোই, অকালে।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই কন্যাসন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। একটি বিবৃতিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।