এমন গরম আর কখনো দেখেননি কাবরেরা
তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হবেই বা না কেন? ৭৬ বছরে এমন দাবদাহের দেখা যে মেলেনি আর! দেশের মানুষ তো বটেই, ভিনদেশীদের কাছেও এমন গরম অসহ্য হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা জানালেন, এমন গরম আগে কখনোই দেখেননি তিনি!
বাংলাদেশে এসেছেন আড়াই বছর হচ্ছে। ভালোয়-মন্দে মিলিয়ে শেষ আড়াই বছর কেটে গেছে তার। তবে এই সময়ে এমন গরম আর দেখেননি বাংলাদেশ কোচ। কাবরেরা আজ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আসার পর এত গরম পাইনি। আমার মনে হয় যতদিন এদেশে আছি, এবারই সবচেয়ে বেশি গরম দেখছি।’
কাবরেরার জন্ম স্পেনে, সেখানেই বসবাস। স্পেনের আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতোই। শীতকালের গড় তাপমাত্রা ৯ এর আশেপাশে, আর গ্রীষ্মে তা পৌঁছায় ৩৩ এ। সেখানে গ্রীষ্মকালে ৩৫ এর আশেপাশের তাপমাত্রাকেও ধরা হয় ‘গা পুড়ে যাওয়া গরম’।
সেই দেশের অধিবাসী কাবরেরা ইঙ্গিত দিলেন, এমন গরম তার জীবনে কখনো দেখেননি। তার কথা, ‘খুবই কঠিন অবস্থা। এমন গরমে আগে কখনো থাকিনি।’
দেশে চলমান এই তাপপ্রবাহ প্রভাব ফেলেছে শিক্ষায়। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। খেলাধুলাতেও এর প্রভাব পড়েছে। গরমের কারণে নারী ফুটবল লিগের সময়সূচিই তো বদলে গেছে! বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘এই গরমে মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়।’ এবার বাংলাদেশ কোচও কথা বললেন বাফুফে সভাপতিরই সুরে।