বায়ার্নকে নিয়ে ভাবনায় রিয়াল মাদ্রিদ

বায়ার্নকে নিয়ে ভাবনায় রিয়াল মাদ্রিদ

আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ হাতছানি দিয়ে ডাকছে রিয়াল মাদ্রিদকে। তবে তার আগে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বাধা অপেক্ষা করছে তাদের সামনে। এই লড়াইটাকে বেশ কঠিনই মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নদের। 

দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ২৬ ম্যাচে। রিয়াল যেখানে জিতেছে ১২ ম্যাচে, সেখানে বায়ার্নও প্রায় সমানে সমান, জিতেছে ১১ ম্যাচে। মাদ্রিদ তাই ইতিহাসের দিক থেকে এগিয়ে খানিকটা। 

তবে সাম্প্রতিক ইতিহাস তাদেরকে বায়ার্নের চেয়ে এগিয়ে রাখে অনেকগুনে। শেষ এক দশকে তিন বারের লড়াইয়ে তিন বারই বায়ার্নকে বিদায় করে পরের রাউন্ডে উতরে গেছে রিয়াল। এই সময় ৬ ম্যাচের ৫টাতেই রিয়াল হেসেছে শেষ হাসি, ড্র হয়েছে বাকি এক ম্যাচ। 

তবে এরপরও রিয়াল মাদ্রিদ বেশ সতর্ক। কারণ বায়ার্নের সাম্প্রতিক ফর্ম। কোচ কার্লো অ্যানচেলত্তি বলেন, ‘বায়ার্ন একটি কঠিন মৌসুম কাটিয়েছে। কিন্তু এই মুহূর্তে সম্ভবত তাদের সামনে সেরা সময় অপেক্ষা করছে। তাদের রয়েছে কেইনের মত খেলোয়াড় যে কিনা ইতোমধ্যেই অনেক গোল করেছে। কালকের ম্যাচটি কঠিন হবে, সমানে সমানে লড়াই চলবে। আমরা মোটেই ম্যাচটিকে সহজভাবে দেখছি না। কিন্তু এই ধরনের ম্যাচ খেলতে আমরা সবসময়ই পছন্দ করি। আমার দলের সবাই বেশ চাঙ্গা আছে।’

সম্পর্কিত খবর