রোনালদো বেচে দিচ্ছেন কৈশোরের ক্লাবের মালিকানা

রোনালদো বেচে দিচ্ছেন কৈশোরের ক্লাবের মালিকানা

 

ক্লাবের দুর্দিনে মালিক হয়ে এসেছিলেন। রোনালদো নাজারিওর হাত ধরে দলটা চলে এসেছে ব্রাজিলের শীর্ষ লিগেও। তবে এবার সে ক্রুজেইরো ক্লাবের মালিকানার সিংহভাগ বেচে দিচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান সিরি’আর দলটি নিশ্চিত করেছে বিষয়টি। 

৪৭ বছর বয়সী রোনালদো তার ৯০ শতাংশ মালিকানা বিক্রি করে দিচ্ছেন বিপিডব্লিউ স্পোর্টস কোম্পানির কাছে। ২০২১ সালে ৭ কোটি ডলারের বিনিময়ে তার প্রতিষ্ঠান তারা স্পোর্টস ব্রাজিলের মাধ্যমে তার কৈশোরের ক্লাবের মালিকানায় এসেছিলেন তিনি। তবে বিপিডব্লিউ স্পোর্টসের কাছে কত টাকার বিনিময়ে তিনি ক্লাবের মালিকানা ছাড়ছেন, তা নিয়ে কিছু জানায়নি ক্লাবটি। 

ক্রুজেইরোয় সিনিয়র ক্যারিয়ারের শুরু হয়েছিল রোনালদোর। এরপর ক্লাবটায় যখন তিনি ফিরেছেন, তখন ঘোর দুর্দিন চলছিল ক্লাবটার। প্রায় ২০ কোটি ডলারের ঋণের ভারে ডুবছিল ক্লাবটা। তখন মাঠের পারফর্ম্যান্সও ছিল বাজে, খেলছিল সিরি’বিতে। সে ঋণের বোঝা থেকে দলটাকে মুক্ত করেছিলেন তিনি। এরপর ক্লাবটাকে নিয়ে এসেছিলেন সিরি’আতে। এবার ক্লাবটাকে ছেড়ে দিচ্ছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রুজেইরো। 

এ বিষয়ে রোনালদো বলেন, ‘একটা মিশ্র অনুভূতি আমাকে আঘাত করছে আজকে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে পরিপূর্ণতার অনুভূতিটাই বড় হয়ে উঠছে। ক্রুজেইরোকে কেনার সময় যে চ্যালেঞ্জ ছিল সামনে, সেটা ভুলে যাওয়া অসম্ভব।’

এখানেই শেষ নয়। এবার রোনালদো বেচে দিতে চাইছেন রিয়াল ভায়াদোলিদের মালিকানাও। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের এই দলের ৫১ শতাংশের মালিকানা আছে তার দখলে।

সম্পর্কিত খবর