বাংলাদেশি ব্যাটারদের ‘ডট’ খেলার কারণ জানালেন মালিক

বাংলাদেশি ব্যাটারদের ‘ডট’ খেলার কারণ জানালেন মালিক

ভারতের বিপক্ষে গতকালের ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ‘ডট বল’ খেলেছেন মোট ১৫৯টি। অর্থাৎ মোট বলের ৫০ শতাংশেরও বেশি বলে কোনো রানই বের করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই সংখ্যাটা ১৭৫টি! শুধুমাত্র লকি ফার্গুসনের করা ৬০ বলের মধ্যে ৪৪টি ডেলিভারিই হয়েছিলো ‘ডট’। এই ধারা অব্যাহত থাকলে বিশ্বমঞ্চে সাফল্য পাবে না বাংলাদেশ তা বলায় যায়।

বাংলাদেশি ক্রিকেটারদের এতো বেশি ডট খেলা অবশ্য অবাক করেনি পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে। পাকিস্তানের সংবাদমাধ্যমে ‘প্যাভিলিয়ন’ নামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের এতো বেশি ডট খেলার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দলে নিয়মিত খেলা এই ক্রিকেটার।

বাংলাদেশে খেলার অভিজ্ঞতা থেকে মালিক বলেন, ‘বাংলাদেশের সব উইকেট একরকম। তাদের অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে। উইকেটগুলো এমন কঠিন থাকে যে নিরুপায় হয়ে ডট বলই খেলতে হয়। ব্যাটাররা ক্রিজে গিয়ে সেট হতে পারেন না। সে কারণে ডট বল খেলে উইকেট বোঝার চেষ্টা করে। এরপর বাউন্ডারি থেকে রান করার চেষ্টা করে। জাতীয় দলেও খেলার ঠিক একই ধরন দেখা যায়।’

বাংলাদেশের তরুণ প্রতিভা ও কন্ডিশন নিয়ে মালিক বলেন, ‘বাংলাদেশে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদের অনেকেই এখন বিশ্বকাপে খেলছে। আমরা যখন সেখানে লিগ খেলি, তখন এরাই ধারাবাহিকভাবে পারফর্ম করে। তবে লিগগুলো টি-টোয়েন্টি সংস্করণে হয়। টি-টোয়েন্টিতে অনেক সময় ছোট পারফরম্যান্সও অনেক বড় হয়ে যায়। দলগুলো যখন বাংলাদেশে খেলতে যায়, তখন বাংলাদেশের কন্ডিশনে ভালো করার চ্যালেঞ্জ থাকে। ঘরের মাঠে টার্ন থাকে, বল নিচু হয়ে আসে। যদি আমরা মিরপুরে খেলি, তখন অনেক সময় ১১০ রান করাই কঠিন হয়ে যায়।’

সম্পর্কিত খবর