রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল আর সাদিও মানের লক্ষ্যভেদে আল নাসর ৩-১ গোলে হারিয়েছে আল খালিজকে। আল আউয়াল স্টেডিয়ামের এই ফাইনালে জয় আল নাসরকে তুলে দিয়েছে কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সের ফাইনালে।
বুধবার রাতে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। ১৭ মিনিটে আল খালিজের রক্ষণের ভুলের সুযোগ নেন পর্তুগিজ তারকা। লিসান্দ্রো লোপেজের বাজে পাসে আল খালিজ গোলরক্ষক ইব্রাহিম সেহিচ বিপদে পড়ে যান, চাপে পড়ে বলটা তুলে দেন রোনালদোর পায়ে। বাম পায়ের শটে গোল করেন রোনালদো। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।
৫৭ মিনিটে রোনালদো আবারও নাম তোলেন স্কোরশিটে। আয়মান ইয়াহইয়ার নিচু ক্রস থেকে ভলি করে গোল করেন তিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তার দল।
আল খালিজের জন্য পরিস্থিতিটা আরও বাজে হতে পারত। হয়নি গোলরক্ষক সেহিচের কল্যাণে, পুরো ম্যাচে ৯টি শট ঠেকিয়েছেন তিনি। ৭৭ মিনিটে দলটা ১০ জনের দলে পরিণত হয়। ৫ জন বদলি নামানোর পর সেন্টারব্যাক মোহামেদ আল খাবরানি চোটের কারণে মাঠ ছাড়েন। ফলে আর কোনো বদলি নামাতে পারেনি দলটা।
তবে এরপরও দলটা আর গোল হজম করেনি। উল্টো শোধ করেছে একটা গোল! ৮২ মিনিটে ফাওয়াজ আল তোরাইসের গোলে ব্যবধান ৩-১ করে আল খালিজ। তাতে অবশ্য আল নাসরের খুব বড় ক্ষতি হয়নি। ৩-১ গোলের জয় নিয়ে দলটা চলে যায় ফাইনালে।
ফাইনালে অবশ্য কাজটা সহজ নয় আল নাসরের। সৌদি সুপার কাপজয়ী আর প্রো লিগের শীর্ষে থাকা আল হিলালের মুখোমুখি হতে হবে রোনালদোদের। প্রথম সেমিফাইনালে আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের দল।