রিয়াল মাদ্রিদে ফিরলেন করিম বেনজেমা
গত মৌসুমেই রিয়াল মাদ্রিদকে বিদায় বলে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন করিম বেনজেমা। এরপর অবশ্য খুব একটা ভালো সময় যায়নি তার। মাঝে লম্বা সময় ভোগতে হয়েছে চোটেও। সেই চোট কাটিয়ে মাঠের ফুটবলেও ফিরেছিলেন তিনি। এবার অবশ্য ফের চোটে পড়েছেন। আর সেই চোট নিয়েই এবার নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন করিম বেনজেমা।
সবশেষ ম্যাচে আল শাবাবের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আল ইত্তিহাদ। যেই ম্যাচে মাঠে দেখা যায়নি বেনজেমাকে। পরে জানা যায়, মাংস পেশির চোটের কারণে মাঠে নামতে পারেননি এই তারকা ফুটবলার। আর সেই চোটের চিকিৎসা করাতেই এবার স্পেনের মাদ্রিদে ফিরতে হচ্ছে তাকে।
বেনজেমার চিকিৎসা নিয়ে এক বিবৃতিতে আল ইত্তিহাদ জানিয়েছে, ‘বেনজেমাকে তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের ডক্টরের কাছে ফিরতে হচ্ছে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য, যে কিনা বেনজেমার পূর্বের চিকিৎসক ছিলেন।’
‘বেনজেমার ইনজুরির বিষয়ে ইত্তিহাদের মেডিক্যাল টিম এবং রিয়াল মাদ্রিদের মধ্যে পরামর্শের ব্যবস্থা করা হয়েছিল, যার কারণে তিনি এই মৌসুমে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি মিস করেছেন। বেনজেমা ইতিমধ্যেই স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আগামী সপ্তাহে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি ম্যাচে খেলেছেন বেনজেমা। যেখানে ১৩টি গোলের সঙ্গে ৮টি গোলে অ্যাসিস্ট রয়েছে তার।