চোটে ইউরো থেকে ছিটকে গেলেন লুকাস হার্নান্দেজ 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৪৫ পিএম | ০৩ মে, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত বুধবার বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে সেমির প্রথম লেগের প্রথমার্ধে চোট পান পিএসজির ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। সেই চোট এবার বড় ধাক্কা নিয়ে এলো। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ মিস করতে চলেছেন লুকাস।

ম্যাচটিতে ডর্টমুন্ড জেতে ১-০ ব্যবধানে। ম্যাচটির ৪২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লুকাস। পরে এমআরআইয়ের মাধ্যমে জানা যায় তার বাম হাঁটুর এসিএল ছিঁড়ে গেছে। 

লুকাসের চোট প্রসঙ্গে পিএসজি জানায়, আগামী কয়েকদিনের অস্ত্রোপচার করা হবে হার্নান্দেজের। তবে চোট থেকে সেরা ওঠার সময় নিয়ে এখনো কিছু ঠিক হয়নি। 

সাধারণত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট মাস সময় লাগে। ক্ষেত্র বিশেষে আরও বেশি সময়ও লাগতে পারে। এতে জুনে শুরু হতে যাওয়া ইউরোর ২০২৪ আসরে খেলা হচ্ছে না লুকাসের। 

জার্মানিতে আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরোর এবারের আসর। 

এসিএলের চোটের সঙ্গে লুকাসের সম্পর্কটা বেশ হতাশার। ২০২২ কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এসিএলের চোটে পড়েন তিনি। এতে বিশ্বকাপের বাকি সময় থেকে গিয়েছিলেন ছিটকে। আরও একবার সেই এসিএলের চোটেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টে এবার পুরো সময় থেকেই ছিটকে গেলেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার। 

খেলার দুনিয়া | ফলো করুন :