তিন ম্যাচ বাকি থাকতেই গোল্ডেন গ্লাভ জিতলেন রায়া 

তিন ম্যাচ বাকি থাকতেই গোল্ডেন গ্লাভ জিতলেন রায়া 

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৮-১৯ মৌসুম থেকে গোল্ডেন গ্লাভ জয়ে চলছিল ব্রাজিলিয়ানদের আধিপত্য। পরপর পাঁচ মৌসুমে তিনবার এই খেতাব জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের এদারসন এবং দুবার জেতেন লিভারপুলের আলিসন। তবে তাদের থামিয়ে এবার যেন শুরু হয়েছে স্প্যানিশদের আধিপত্য। গত মৌসুমে ১৭টি ক্লিনশিট রেখে গোল্ডেন গ্লাভ জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি হেয়া। এবারের মৌসুমে নিজেদের তিন ম্যাচ বাকি থাকতেই গোল্ডেন গ্লাভ নিশ্চিত করলেন আরেক স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়া।

আর্সেনালের আরেক গোলরক্ষক অ্যারন র‍্যামসডেলকে ছাপিয়ে একাদশে জায়গা ধরে রাখা মোটেও সহজ ছিল না রায়ার। গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন র‍্যামসডেল। পুরো মৌসুমে ১৪টি ক্লিনশিট পেয়েছিলেন এই ইংলিশ গোলরক্ষক। এতে চলতি গ্রীষ্মে ব্রেনফোর্ড থেকে লোনে গানারদের সঙ্গে যোগ দেওয়া রায়ার একাদশ নিয়েই শুরুতে ছিল অনিশ্চিয়তা। 

তবে মৌসুমে শুরুর চার ম্যাচ পর র‍্যামসডেল যখন জায়গা হারাল তখন রায়ার ওপরই নিয়মিত ভরসা রাখার শুরু করেন গানারদের বস মিকেল আর্তেতা। পরে মৌসুমে আর দুই ম্যাচে, সব মিলিয়ে ছয় ম্যাচে একাদশে জায়গা মেলে র‍্যামসডেলের। বাকি ২৯ ম্যাচেই গোলপোস্ট সামলিয়েছেন রায়া। যেখানে ১৪ ম্যাচেই রেখেছেন ক্লিনশিট। আর এতেই মৌসুম শেষের আগেই জিতলেন গোল্ডেন গ্লাভ। 

১২ ক্লিনশিট নিয়ে রায়ার নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন এভারটনের জর্ডান পিকফোর্ড। তবে গত রাতে লুটন টাউনের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচ গোল হজম করায় নিশ্চিত হয়ে যায় রায়ার গোল্ডেন গ্লাভ জয়। এভারটনের ম্যাচ বাকি আর দুটি। এতে সেই ম্যাচ দুটিতে ক্লিনশিট পেলেও গোল হজমের হিসেবে রায়া আছেন ধরাছোঁয়ার বাইরেই। 

প্রথমবারের মতো রায়ার হাতে উঠতে চলেছে গোল্ডেন গ্লাভের পুরস্কারটি। এমনকি আট মৌসুম পর আর্সেনালের গোলরক্ষক পেলেন এই খেতাব। সবশেষ ২০১৫-১৬ মৌসুমে খেতাবটি পেয়েছিলেন পিটার চেক। 

সম্পর্কিত খবর