২৬ জনের ইউরো দলকে ‘অযৌক্তিক’ বললেন কোম্যান 

  • আপন তারিক
  • ০৭:৩৫ পিএম | ০৪ মে, ২০২৪

আগামী ১৪ জুন থেকে জার্মানির মাঠের শুরু হতে যাচ্ছে ইউরো ২০২৪ এর আসর। সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো এবার ২৩ জনের বদলে ২৬ জনের দল পাঠাতে পারবে। যেই বিষয়টিকে বেশিরভাগ জাতীয় দলের কোচরা স্বাগত জানালেও কিছুটা ভিন্ন পথে হাঁটলেন নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কোম্যান। ২৩ জনের দলকে ২৬ জনের দলে উন্নীত করার বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলে দাবী করেন এই ডাচ কোচ। 

গতকাল এক বিবৃতিতে দলের খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, উয়েফা। 

ইউরো এর আগের আসরেও (২০২০) কোভিড-১৯ এর প্রভাবের কারণে দলগুলোকে ২৬ সদস্যে পরিণত করার অনুমতি দিয়েছিল উয়েফা। তবে প্রাথমিকভাবে এবারের আসরে ২৩ সদস্যের দলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। তবে শেষ পর্যন্ত আরও একবার ২৬ সদস্যের দলের পক্ষেই গেল উয়েফা। এছাড়াও কাতার বিশ্বকাপেও বর্ধিত দলের অনুমতি দিয়েছিল ফিফা। সেটি অবশ্য ক্লাব ফুটবল মৌসুমের মাঝামাঝি অবস্থায় বিশ্বকাপের সূচি পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

এদিকে দল বর্ধিত করার অনুমতি দেওয়া ছাড়া দল জমা দেওয়ার সময়ও বেঁধে দিয়েছে উয়েফা। পুরো ২৬ সদস্যের বর্ধিত দল জমা দেওয়ায় কোনো বাধ্যবাধকতা না থাকলেও আগামী ৭ জুনের মধ্যে কমপক্ষে ২৩ সদস্যের দল জমা দিতে অংশগ্রহণকারী দলগুলোকে।

খেলার দুনিয়া | ফলো করুন :