চার ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা রিয়ালের 

চার ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা রিয়ালের 

ঘরের মাটিতে গত রাতে লা লিগার ম্যাচে কাদিজের বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয়ে লিগ শিরোপা উদযাপনের মঞ্চটা প্রস্তুত করেই রেখেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেটি নিশ্চিত করতে রাতের আরেক ম্যাচ হারতে হতো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। রিয়ালের ম্যাচ শেষের প্রায় দুই ঘণ্টা পর জিরোনার মাঠে ৪-২ ব্যবধানে হেরে বসে কাতালানরা। আর এতেই মৌসুমে এখনো চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত হয় রিয়ালের। 

কাদিজের বিপক্ষে জয়ের পর শীর্ষে থাকা রিয়ালের ৩৪ ম্যাচ শেষে পয়েন্ট ৮৭। যেখানে সমান ম্যাচে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৭৪ এবং তিনে থাকা বার্সার ৭৩। এতেই বাকি চার ম্যাচের সবগুলো জিরোনা বা বার্সা জিতলে এবং রিয়াল যদি চারটি ম্যাচেই হারে, সেক্ষেত্রেও রিয়ালের শীর্ষস্থান ছুঁতে পারবে না কেউ। আর এতেই লা লিগার সর্বোচ্চ ৩৬তম শিরোপা নিজেদের দখলে নিল কার্লো আনচেলত্তির দল। 

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতের ম্যাচটির প্রথমার্ধে বল ব্যবধান, আক্রমণ, আধিপত্য সবেই কাদিজের বিপক্ষে ঢের এগিয়ে থাকলেও সেখানে গোলের দেখা পায়নি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাটে সেই খরা। ৫১তম মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে দারুণ এক শটে বলকে জালের ঠিকানায় পৌঁছান ব্রাহিম দিয়াস। পরে বদলি হিসেবে নেমেই বাজিমাত জুড বেলিংহামের। ৬৬তম মিনিটে আর্দা গুলেরকে তুলে বেলিংহামকে নামান আনচেলত্তি। এর মিনিট দুয়েক পরেই গোল করে বসেন বেলিংহাম। 

২-০ ব্যবধানের সহজ জয় নিয়েই ম্যাচ শেষের পথে ছিল রিয়াল। তবে যোগ করা সময়ে হোসেলুর নৈপুণ্যে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকদের। 

এদিকে এই ম্যাচটি দিয়ে চোট কাটিয়ে প্রায় আট মাস পর রিয়ালে ফিরলেন থিবো কোর্তোয়া। গত আগস্টে অনুশীলনের সময় চোট পাওয়ার পর গত মাসে অনুশীলনে ফিরলে সেখানে ফের হাঁটুর চোটে পড়েন এই বেলজিয়ান তারকা গোলরক্ষক। দুই দফার সেই চোট কাটিয়ে মৌসুমের একদম শেষদিকে এসে দলের লিগ শিরোপার ম্যাচেই ফিরলেন কোর্তোয়া। 

পুরো মৌসুমেই একের পর এক চোট বাঁধা হয়ে দাঁড়ালেও শুরু থেকেই মাঠের খেলায় দাপট দেখিয়ে এসেছে রিয়াল। বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতার পর এবার লিগ শিরোপাও নিজেদের করলো তারা। এবার নজর ‘ট্রেবলে’। সেটি নিশ্চিত আরও একধাপ এগিয়ে যেতে আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমির ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামবে রিয়াল। আগের লেগের ফলাফল, ২-২ ড্র। 

রিয়ালের হয়ে কোচ হিসেবে এ নিয়ে পুরো ডজন খানেক শিরোপা জিতল আনচেলত্তির। এবং মজার বিষয় হচ্ছে সব শিরোপা এসেছে জোড়ায় জোড়ায়। দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি কোপা দেল রে, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা। 

সম্পর্কিত খবর