৭ ম্যাচে রোনালদোর ৩ হ্যাটট্রিক 

৭ ম্যাচে রোনালদোর ৩ হ্যাটট্রিক 

বয়সটা বুড়োর কাতারে রেখে পারফর্মে যেন তরুণ বনে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে লিগে ম্যাচ চারেক আগে আল তাই ও আবহার বিপক্ষে টানা দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন এই পর্তুগিজ তারকা। এবার গত রাতের ম্যাচে আরও একটি হ্যাটট্রিক করলেন এই ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। এতে লিগে আল নাসরের হয়ে সবশেষ সাত ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। 

গত রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল ওয়েহদা বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে আল নাসর। ম্যাচে দলটি হয়ে বাকি তিনটি করেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল-ফাতিল।

এ নিয়ে চলতি মৌসুমে মোট চারটি হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। সঙ্গে মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫২ ম্যাচে গোলের ফিফটি ছাড়িয়ে ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকার মোট গোলের সংখ্যা দাঁড়াল ৫২টি। এদিকে আল নাসরের হয়ে এখন পর্যন্ত মোট ছয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। এবং পুরো ২২ বছরের ক্যারিয়ারে তার হ্যাটট্রিকের সংখ্যা ৬৬টি। 

গত রাতে ঘরের মাঠে ম্যাচটির শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পরে দ্বাদশ মিনিটে এসে বাড়ান ব্যবধান। প্রথমার্ধেই ১৮তম মিনিটে ওতাভিও এবং ৪৫তম মিনিটে গোল করেন মানে। এতে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। 

পরে দ্বিতীয়ার্ধে শুরুতে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এবং শেষ দিকে এসে ম্যাচে নিজেদের ষষ্ঠ ও শেষ গোলটি আসে আল-ফাতিলের পায়ে। 

লিগে মৌসুমের শুরুর তিন ম্যাচ মিস করেও ২৭ ম্যাচ ৩২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে বেশ শক্ত স্থানেই আছেন রোনালদো। ২৩ গোল করে দুইয়ে আছেন আল-হিলালের মিত্রোভিচ। 

গোলের সংখ্যায় আল-হিলালের ফরোয়ার্ডকে আল নাসর ছাড়িয়ে গেলেও পয়েন্টের হিসেবে তালিকার দুইয়ে আছে তারা। বড় ব্যবধানের এই জয়ের পর ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। এদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮৩। 

    

সম্পর্কিত খবর