মেসির পাঁচ অ্যাসিস্ট ও সুয়ারেজের হ্যাটট্রিকে মায়ামির গোল উৎসব 

মেসির পাঁচ অ্যাসিস্ট ও সুয়ারেজের হ্যাটট্রিকে মায়ামির গোল উৎসব 

নিজেদের মাঠে গত ২৪ মার্চ মেসিবিহীন ইন্টার মায়ামির জালে হালি গোল দিয়েছিল নিউইয়র্ক রেড বুলস। এতে ফিরতি লেগে এবার মায়ামির মাঠে সমীকরণ, পরিসংখ্যান ছাপিয়ে ম্যাচটি যেন তাদের জন্য ছিল প্রতিশোধের। গত রাতে সেই ম্যাচটিতে রেড বুলসের জালে গুণে গুণে হাফ-ডজন বার বল জড়াল ফ্লোরিডার দলটি। সেখানে লুইস সুয়ারেজের হ্যাটট্রিক ছাড়াও রেকর্ড পাঁচটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এতে ৬-২ ব্যবধানের বিশাল জয় পায় মায়ামি। 

মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধেই শুরু হয় সাবেক দুই বার্সেলোনা সতীর্থ মেসি-সুয়ারেজের চমক। সুয়ারেজ করেন মায়ামির হয়ে তার প্রথম হ্যাটট্রিক, দুটি গোল করেন মাতিয়াস রোজাস এবং কেবল একটিমাত্র গোল করেন মেসি। তবে পুরো ছয় গোলেই ছিল ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকার অবদান। 

সুয়ারেজ ও রোজাসের পাঁচ গোলেই অ্যাসিস্ট করেছেন মেসি। যা এমএলএসের লিগ ইতিহাসে এক ম্যাচে কোনো ফুটবলারের করা সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। 

মৌসুমের মাঝে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিসের পর ফিরে দারুণ ছন্দে আছেন মেসি। লিগের মায়ামির সবশেষ ম্যাচেও নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। পরে আজকের একটি গোলসহ চলতি মৌসুমে লিগে ৮ ম্যাচে ১০টি গোল করেন তিনি, সঙ্গে অ্যাসিস্ট ১২টি। 

বিশাল ব্যবধানে এই জয়ের পর লিগের ইস্টার্ন কনফারেন্স শীর্ষে থাকা মায়ামির ১২ ম্যাচে পয়েন্ট ২৪। এদিকে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাতি। 

 

সম্পর্কিত খবর