বার্সাকে থামিয়ে চাম্পিয়নস লিগে জিরোনা 

বার্সাকে থামিয়ে চাম্পিয়নস লিগে জিরোনা 

২০১৮-১৯ মৌসুম শেষে পয়েন্ট তালিকায় ১৮তম অবস্থানে থাকায় স্প্যানিশ লা লিগায় অবনমনে গিয়েছিল জিরোনা। পরের তিন মৌসুমে আর জায়গা করে নিতে পারেনি স্পেনের শীর্ষ লিগটিতে। এরপর ২০২২-২৩ মৌসুমে ফিরে লিগ শেষ করেছিল দশম অবস্থানে থেকে। সেই মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। সেই মৌসুম ঘুরে এবার যেন অন্যরকম এক জিরোনাকে দেখল ক্লাব ফুটবল বিশ্ব। মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা দলটি এবার পেল দারুণ এক অর্জন। প্রথমবারের মতো ইউরোপ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে জিরোনা। 

লা লিগায় গত রাতের ম্যাচ বার্সেলোনার বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হবে জিরোনার। এমন সমীকরণ নিয়ে নেমে ঘরের মাঠে ৪-২ ব্যবধানের দাপুটে জয় তুলে দেয় দলটি। এতেই ইউরো সেরার মঞ্চের টিকিট কাটে তারা। এদিকে বার্সার এই হারের মধ্যে দিয়ে চার ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এক মৌসুম পর আবারও লিগে রাজত্ব ফিরে পেল কার্লো আনচেলত্তির দলটি। 

এর আগে প্রথম লেগের ম্যাচে গত বছরের ডিসেম্বরে বার্সাকে তাদের মাঠে ঠিক সমান ৪-২ ব্যবধানে হারিয়েছিল জিরোনা।  

এই জয়ের পর বার্সাকে টপকে তালিকার তিনে উঠে এসেছে জিরোনা। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৪। এদিকে সমান ম্যাচ শেষে তিনে থাকা বার্সার পয়েন্ট ৭৩। চারে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৭, পাঁচে থাকা অ্যাথলেটিক ক্লাবের পয়েন্ট ৬১। এতে বাকি চার ম্যাচে হারলেও শীর্ষ চার থেকে জায়গা হারানোর কোনো সম্ভাবনাই নেই জিরোনার। এতেই মৌসুমে এখনো চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটল তারা। 

 

সম্পর্কিত খবর