ভক্তের কাছ থেকে মেসিকে রক্ষা করলেন দেহরক্ষী
হাতের নাগালে স্বপ্নের তারকা। হাত বাড়ালেই ছোঁয়া যায়। এমন সুযোগ তো আর বারবার আসে না। ইন্টার মায়ামির সবশেষ ম্যাচে গ্যালারিতে থাকা এক মেসিভক্ত সে সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। হঠাৎ করেই গ্যালারির বেষ্টনী টপকে ঢুঁকে পড়লেন। বার্সার জার্সি পরা সে ভক্ত মেসিকে আলিঙ্গন করতে ছুটলেন তার দিকে। তবে সে উদ্দেশ্যে সফল হওয়ার ঠিক আগমুহূর্তে পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে ফেলেন মেসির দেহরক্ষী।
একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষায়িত দল নেভি সিলে কাজ করা ইয়াসিন চুয়েকো এখন মেসির দেহরক্ষীর দায়িত্বে আছেন। কারাতে ও বক্সিংয়ে তার আছে বিশেষ দক্ষতা। মেসিকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকেন চুয়েকো। এমনকি মেসি বল নিয়ে ছোটার সময়ও মাঠের চারপাশে ঘুরতে দেখা যায় তাকে। সোমবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে ঢুঁকে পরা সে ভক্তের কাছ থেকে আর্জেন্টাইন তারকাকে রক্ষা করেছেন এই চুয়েকোই।
অবশ্য ভক্তদের এমন কাণ্ড মেসির কাছে নতুন কিছু নয়। তাই এই ঘটনার প্রভাবও পড়েনি মেসির ওপর। ম্যাচে নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন দুটি। যার সুবাদে ৩-১ গোলের বড় জয় পেয়েছে মিয়ামি।