আর ১ ম্যাচ অপরাজিত থাকলেই ইতিহাস গড়বে লেভারকুসেন
বায়ার লেভারকুজেন। ক্লাবটিকে যেন চলতি মৌসুমে যেন আলাদাভাবেই মনে রাখবে ফুটবল বিশ্ব। রাখতে অনেকটা বাধ্যও বটে। গত ১৪ এপ্রিল জার্মানদের শীর্ষ লিগ বুন্দেসলিগায় পাঁচ ম্যাচ হাতে রেখেই বায়ার্ন মিউনিখের ১১ বছরে রাজত্ব থামিয়ে লিগ শিরোপা জেতে লেভারকুসেন। তবে যে বিষয়টি সবাইকে লেভারকুসেনকে নিয়ে প্রতিনিয়ত আলোচনায় মাততে বাধ্য করছে সেটি তাদের অপরাজিত যাত্রা। চলতি মৌসুমের সেই শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি জাবি আলোনসোর দলটি।
বুন্দেসলিগায় গতকাল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ ব্যবধানের বিশাল জয় পেয়েছে লেভারকুসেন। এ নিয়ে টানা ৪৮ ম্যাচে অপরাজিত জার্মান ক্লাবটি। এতে তারা স্পর্শ করেছে বেনফিকার ৫৯ বছর আগে গড়া রেকর্ডটিকে।
১৯৬৩ থেকে ১৯৬৫ পর্যন্ত টানা ৪৮ ম্যাচে অপরাজিত ছিল পর্তুগিজ ক্লাবটি। যা এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। সেই রেকর্ডেই এবার ভাগ বসাল লেভারকুসেন।
আগামী ৯ মে, ইউরোপা লিগের সেমির ফিরতি লেগে রোমার বিপক্ষে নামবে লেভারকুসেন। আগের লেগে ২-০ ব্যবধানে এগিয়ে আছে জার্মান জায়ান্টরা। এতে সামনে এই ম্যাচে রোমাকে আরও একবার থামিয়ে লেভারকুসেনের সামনে সুযোগ বেনফিকার রেকর্ড নিজেদের করে নেওয়ার।