টটেনহামকে উড়িয়ে ক্লপ বললেন, ‘সিদ্ধান্ত বদলাচ্ছি না’
চলতি বছরের শুরুর দিকে জানুয়ারিতেই ইয়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন চলতি মৌসুমেই লিভারপুলের সঙ্গে শেষ হচ্ছে তার যাত্রা। এরপর থেকে লিভারপুল যতগুলো ম্যাচে জিতেছে প্রায় প্রতি ম্যাচ শেষেই ক্লপকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত কী বদলাচ্ছে? বা আরও এক বছর থেকে যাওয়ার চিন্তা-ভাবনা কী আসছে? গতকালের টটেনহামের বিপক্ষে ৪-২ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে অল রেডরা। সেই ম্যাচ শেষেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্লপকে। সেখানে ক্লপের সরল-সোজা উত্তর, ‘সিদ্ধান্ত বদলাচ্ছি না’।
ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় ক্লপ বলেছিলেন, আমি যা করেছি টা সত্যি অদ্ভুত বলে মনে হচ্ছে। কেউই এটি বুঝতে পারেনি এবং আমি এটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি।’
অনেকেই হয়তো এমনটা ভেবেছে ক্লাবের পরিবেশ বা পারফর্ম ক্লপকে এমন সিদ্ধান্তে ঠেলে দিয়েছে। তবে ক্লপ এবার খোলাসা করলেন বিষয়গুলো তেমন নয় নয়। বরং ক্লাব ছাড়ার সিধান্ত নেওয়ার সময় লিভারপুল দারুণ ছন্দে ছিল। ম্যাচ শেষে তাই ক্লপ বলেন, ‘আমি এমনটা বলিনি যে স্টেডিয়ামের পরিবেশ বা ক্লাব যেভাবে খেলছে তাতে আমি অখুশি ছিলাম। আমার মতে যখন আমি এটি (ক্লাব ছাড়ার সিধান্ত) বলেছিলেন তখন ক্লাব অসাধারণ ফুটবল খেলছিল। তাই না, এসব কারণ আমার সিদ্ধান্তকে প্রভাবতি করেনি।’
এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ইউরোপা লিগেরও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, লিগ কাপের ফাইনালে হার। তিনটি শিরোপার স্বপ্ন ভেঙে লিভারপুলের মৌসুমে বাঁচাতে শেষ ভরসা ছিল প্রিমিয়ার লিগ। তবে সেখানে সবশেষ ম্যাচগুলোতে একের পর এক ধাক্কায় শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে অল রেডরা।
অবশ্য গতকালের টটেনহামের বিপক্ষে জয়ের পর শিরোপার ক্ষীণ আশা চড়াও হয়েছে লিভারপুলের। ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৭৮। এক ম্যাচ কম খেলে দুইয়ে থেকে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮২ এবং ৩৬ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৩।