লড়াইয়ে এগিয়ে বরুসিয়া, পিএসজির পক্ষে ইতিহাস
সিগনাল ইডুনা পার্কে গেল সপ্তাহে দুই দলের প্রথম সাক্ষাতে নিকলাস ফুলক্রুগের একমাত্র গোলই গড়ে দিয়েছিল ম্যাচের নিয়তি। সেই এক গোলের জয় নিয়ে আজ পিএসজির পার্ক দেস প্রিন্সেসে হাজির হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড।
দুই লেগের এই লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে বরুসিয়া। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগের পর কিলিয়ান এমবাপে স্কোরলাইনটা লিখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচ্ছন্ন একটা হুমকি দিয়েছিলেন বরুসিয়াকে। বলেছিলেন, ‘হাফটাইম’; মানে অর্ধেক খেলা এখনও বাকি!
সেই বাকি অর্ধেক মঞ্চায়িত হবে আজ। তবে এই লড়াইয়ের আগে ইতিহাস কথা বলছে পিএসজির পক্ষেই।
কোন কোন ইতিহাস? আসুন দেখে নেওয়া যাক–
ফ্যাক্ট নম্বর এক- ইউরোপীয় মঞ্চে দুই দলের এটি অষ্টম সাক্ষাৎ। দুই দলই জিতেছে দুটো করে ম্যাচ। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র। যে চারটি ম্যাচে ফল বের হয়েছে, তার সবকটিতেই জিতেছে ঘরের মাঠে থাকা দল। আজ খেলাটা কিন্তু হবে কিলিয়ান এমবাপেদের ডেরায়!
ফ্যাক্ট নম্বর দুই- বরুসিয়া ডর্টমুন্ড পিএসজির বিপক্ষে নিজেদের মাঠ সিগনাল ইডুনা পার্কের বাইরে খেলেছে তিন ম্যাচে, তার একটি ম্যাচেও জিততে পারেনি। হেরেছে দুই ম্যাচে, ড্র হয়েছে একটি ম্যাচ। এই তিন ম্যাচের কোনোটিতে গোলও করতে পারেনি। সবশেষ পিএসজির মাঠে বরুসিয়া খেলেছে চলতি মৌসুমে গ্রুপ পর্বে। সে ম্যাচে ২-০ গোলে হেরেছিল বরুসিয়া, একটা শটই কেবল রাখতে পেরেছিল লক্ষ্যে।
ফ্যাক্ট নম্বর তিন- এখানে ইতিহাস অবশ্য বরুসিয়ার পক্ষে, কিন্তু সাম্প্রতিক ফর্ম কথা বলছে পিএসজির হয়ে। বার্সার বিপক্ষে প্রথম লেগে হেরেছিল পিএসজি, তবু তাদের মাঠে তাদের হারিয়ে প্যারিসিয়ানরা চলে এসেছে সেমিতে। এখানেও প্রথম লেগে হার, এবারও যদি দলটা শেষমেশ জিতেই যায়, তাহলে তাহলে ইতিহাস অপেক্ষা করছে পিএসজির সামনে। ইতিহাসে কোনো দলই কোয়ার্টার আর সেমিফাইনাল দুই পর্বেই প্রথম লেগে হারের পর ফাইনালে যেতে পারেনি। পিএসজিই হতে পারে প্রথম দল।
ফ্যাক্ট নম্বর চার– চ্যাম্পিয়ন্স লিগে শেষ ৩৮ হোম ম্যাচে পিএসজি গোল করতে পারেনি মোটে ২ ম্যাচে, এ সময় দলটা গোল করেছে ৯৩টি। দুই ম্যাচে যে গোল করতে পারেনি, দুবারই প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। ২০২৩ সালের ফেব্রুয়ারি আর ২০২১ এর এপ্রিলে দুই ম্যাচে পিএসজিকে তাদেরই মাঠে বাগে এনেছিল বায়ার্ন। এবার বায়ার্নের স্বদেশি বরুসিয়া ডর্টমুন্ডের পালা।
ইতিহাস বিপক্ষে কথা বলছে বটে। তবে ইতিহাসটা উলটে দেওয়ার নজিরটা বরুসিয়া চাইলে পিএসজির কাছ থেকেই শিখে নিতে পারে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে তাদেরও যে পরিস্থিতিটা ছিল আজকের বরুসিয়ার মতোই! আজ রাতে পিএসজির মাঠে ‘পিএসজি’ হতে পারবে কি না বরুসিয়া, সে প্রশ্নটা তোলা রইল আজ রাতের জন্য।