রেকর্ড গড়ে রেকর্ড হার ম্যানচেস্টার ইউনাইটেডের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:২৩ পিএম | ০৭ মে, ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেড যেন চলতি মৌসুমটা কোনোক্রমে শেষ করতে পারলে বর্তে যায়! কেনই বা এমন কিছু চাইবে না দলটা! মাঠে নামলেই যে নিত্যনতুন মানহানিকর ‘রেকর্ড’ গড়ে ফেলছে এরিক টেন হাগের দল! এবার সবশেষ হেরে বসেছে ক্রিস্টাল প্যালেসের কাছে, তাও ৪-০ গোলে। এই হারটা একসঙ্গে দুটো রেকর্ড গড়ে ফেলেছে ইউনাইটেড। 

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের মাঠে মৌসুমের প্রথম লেগে হেরেছিল রেড ডেভিলরা। গতকাল প্রতিপক্ষের মাঠ সেলহার্স্ট পার্কেও ম্যাচটা হারল, এবার ব্যবধানটা বড় হল আরও। ৪-০ ব্যবধানে হেরেছে দলটা। ইতিহাসে আর কখনো ক্রিস্টাল প্যালেসের কাছে দুই লেগেই হারের কবলে পড়েনি ইউনাইটেড। 

সব মিলিয়ে এই মৌসুমে এটি তাদের ১৩তম হার। প্রিমিয়ার লিগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেড আর কখনো এক মৌসুমে এত বেশি ম্যাচে হারেনি। এই ম্যাচের চার গোল আরও একটা রেকর্ডের দুয়ারেও নিয়ে চলে এসেছে রেড ডেভিলদের। সব মিলিয়ে এই মৌসুমে ৮১ গোল হজম করেছে দলটা। সবশেষ ১৯৭৬-৭৭ মৌসুমেও তাদের জালে বল জড়িয়েছিল ৮১টি। 

১৩তম হারের পর ইউনাইটেড এখন ৮ নম্বরে নেমে গেছে। নিজেদের ইতিহাসে কখনোই ৭ নম্বরের নিচে মৌসুম শেষ করেনি ইউনাইটেড। চলতি মৌসুম শেষের আগে সে ‘রেকর্ড’টা এড়াতে পারবে তো ম্যানইউ?

খেলার দুনিয়া | ফলো করুন :