পুলিশকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

পুলিশকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপের ফাইনালে উঠার ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচে জয় তুলেছে ২-১ ব্যবধানে। আর তাতে ফেডারেশন কাপের ফাইনালে পা রেখেছে আলফাজ আহমেদের দল।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে গেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মোহামেডান। উল্টো ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এক গোল হজম করে বসে দলটি। ম্যাচের ৪৮ মিনিটে ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিয়ভের ফ্রি কিক থেকে দারুণ গোলে দল পুলিশ এফসিকে এগিয়ে নেন উজবেক ফরোয়ার্ড ওকতামোভ। ১-০ গোলে পিছিয়ে পড়ে মোহামেডান।

গোল হজম করার পর যেন দিশা ফেরা মোহামেডানের। এরপর দলটি আক্রমণে গতি বাড়ায় আরও। একের পর এক আক্রমণে পুলিশকে দিশাহারা করে ফেলে। তাতেই চিড় ধরে পুলিশের রক্ষণে। ম্যাচের ৬৮ মিনিটে ইমানুয়েল সানডের গোলে সমতায় ফেরে দলটি। এরপর এগিয়ে যাওয়ার পালা।

তার জন্যও অবশ্য খুব লম্বা সময় অপেক্ষা করতে হয়নি দলটিকে। পরের ১০ মিনিটের মাথায় ফের গোল করেন সানডে। ম্যাচের ৭৮ মিনিটে সানডের করা সেই গোলটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের। সেই গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি পুলিশ। উল্টো মোহামেডানের আক্রমণ সামলে গোল হজম করা থেকে বেঁচেছে।

আগামী ১৪ মে গোপালগঞ্জে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। সেই ম্যাচের জয়ী দল ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে মোহামেডানের। যেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২১ মে।

সম্পর্কিত খবর