সেমিতে হেরে এমবাপে বললেন, ‘আমরা বিষণ্ণ, আমরা হতাশ’

সেমিতে হেরে এমবাপে বললেন, ‘আমরা বিষণ্ণ, আমরা হতাশ’

 

পরের মৌসুমে কিলিয়ান এমবাপে কোন ক্লাবে যাচ্ছেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। তবে পিএসজির হয়ে নিজের শেষ মৌসুমে সম্ভাব্য সব শিরোপাই জিততে চেয়েছিলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ক্লাবও এগোচ্ছিল সেই পথেই। চলতি বছরের শুরুতে তুলুজকে হারিয়ে ফরাসির সুপার কাপের শিরোপা জয়ের পর তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপাও জেতে পিএসজি। সামনে ছিল চ্যাম্পিয়নস লিগ জয়েরও সুযোগ। যদিও সেমির আগের লেগে বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল ফেঞ্চ জায়ান্টরা। তবে ফিরতি লেগে যখন ঘরের মাঠে সেখানে নিজেদেরই এগিয়ে রাখছিল এমবাপেরা। তবে সেখানেও হোঁচট খেল পিএসজি। এ ম্যাচেও ১-০ ব্যবধানে হারল লুইস এনরিকের দল। শেষ চার থেকে তৃতীয়বারের মতো এই বিদায়ে তাই অনেকটাই হতাশ এমবাপে। 

মোনাকো থেকে ২০১৮ সালে পিএসজিতে আসেন এমবাপে। পরে চ্যাম্পিয়নস লিগের ২০১৯/২০ মৌসুমেই ফাইনালে পৌঁছায় তারা। তবে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ ব্যবধানে হেরে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন ভেঙেছিল তৎকালের থমাস টুখেলের দলটির। তিন মৌসুম পর আরও একবার তাই ফাইনালে ওঠার লড়াইয়ে, শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই এগোচ্ছিল পিএসজি। সেখানে এমবাপেও আশা বেঁধেছিলেন অধরা সেই শিরোপা ছুঁয়ে ক্লাবটির সঙ্গে যাত্রা শেষ করার। তবে সমীকরণ শেষ হলো সেই জার্মান কোনো ক্লাবের কাছেই। এতো কিছুর পর তাই এমবাপের হতাশা যেন স্বাভাবিকই। 

গত রাতের ম্যাচটিতেই দাপটে ছিল পিএসজিই। ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৩১টি শট নিয়েছিল স্বাগতিকরা। বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন এমবাপেও। এর মধ্যে ম্যাচের একদম শেষদিকে ৮৭তম মিনিটে এই তারকা ফরোয়ার্ডের জোরালো এক শট ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের হাত ছুঁয়ে লাগল গোলপোস্টে। সেটি ছাড়াও আরও তিনটি শট সরাসরি ফিরে আসে পোস্টে লেগে। 

ম্যাচ শেষ এমবাপের চেহারাতেও যেন ফুটে উঠল হতাশার ছাপ। তার সুরও বলল একই কথা। ‘আজ রাতে আমরা বিষণ্ণ, আমরা হতাশ।’ 

অবশ্য এখানেই পিএসজির সুযোগ শেষ দেখছেন না এমবাপে। ২০১৯/২০ মৌসুমে ফাইনালের পর এবারের ২০২৩/২৪ মৌসুমে সেমি-ফাইনাল। এতে সামনেই চ্যাম্পিয়নস লিগে পিএসজির সাফল্য দেখছেন এমবাপে। ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচ শেষে এমবাপে বলেন,  ‘চ্যাম্পিয়নস লিগ জেতা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আমি নিশ্চিত পিএসজি এর থেকে বেশি দূরে নয়।’ 

সম্পর্কিত খবর