বায়ার্নকে সমান শক্তিশালী মানছেন আনচেলত্তি
উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত রাতে পিএসজিকে ১-০ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ২-০) হারিয়ে ফাইনালে পৌঁছেছে বুরুশিয়া ডর্টমুন্ড। ফাইনালের দ্বিতীয় ও শেষ টিকিটের লড়াইয়ে ফিরতি লেগে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আগের লেগে বায়ার্নের মাঠে ম্যাচটি শেষ হয়েছিল ২-২ ড্রয়ে। এতে ফিরতি লেগে ম্যাচ যখন রিয়ালের মাঠ, সান্তিয়াগো বার্নাব্যুতে তখন ভিনিসয়ুস-বেলিংহামদেরই এগিয়ে রাখছেন অনেকে।
চলতি মৌসুমে ফর্ম, সাফল্য, পরিসংখ্যান সব মিলিয়ে বায়ার্নের চেয়ে ঢের এগিয়ে রিয়াল। বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতার পর লা লিগা শিরোপার নিজেদের করেছেন স্পেনের ‘রাজা’ খ্যাত ক্লাবটি। এদিকে বায়ার্ন হারিয়েছে তাদের বুন্দেসলিগার ১১ বছরের রাজত্ব। তবে এতেই জার্মান জায়ান্টদের হালকাভাবে নিচ্ছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাদের মানছেন সমান শক্তিশালী দল হিসেবেই। কেননা সাবেক দলের সক্ষমতা সম্পর্কে যেন স্বাভাবিকভাবেই অবগত এই ইতালিয়ান কোচ।
১৯৯২ সালে ইতালির জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ম্যানেজেরিয়াল ক্যারিয়ার শুরু কার্লো আনচেলত্তির। সেখান থেকে জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি, নাপোলির মতো শীর্ষসারির ক্লাব ঘুরে ২০২১ সাল থেকে এখন রিয়াল মাদ্রিদের দায়িত্বে এই ইতালিয়ান কোচ। এর আগেও রিয়ালের কোচ ছিলেন আনচেলত্তি। ২০১৩ থেকে ২০১৫, এই তিন বছর দায়িত্ব পালনের পর বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন দুই বছর।
ফিরতি লেগে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় মাঠে নামবে দল দুটি। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও বায়ার্নকে নিয়ে বাড়তি সতর্কই থাকছে রিয়াল। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘ক্লাব হিসেবে আমরা একই। ওদেরও (বায়ার্ন) দারুণ ঐতিহ্য, ইতিহাস এবং চ্যাম্পিয়নস লিগে অনেক সাফল্য আছে। একে অপরকে আমরা সম্মান করি। সেমি-ফাইনালে প্রতিপক্ষকে সম্মান করতেই হবে।
বায়ার্নের মাঠে ম্যাচটিতে শুরুতে রিয়াল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে এসে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। পরে শেষ দিকে এসে ভিনিসিয়ুসের সফল স্পট কিকে সমতায় ফেরে রিয়াল। এতে ম্যাচটিতে পারফর্ম বিচারে বায়ার্নকেই এগিয়ে রাখলেন আনচেলত্তি।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৭বার ফাইনাল খেলে ১৪টিতেই জিতেছে তারা। সবশেষ ফাইনালটা হেরেছিল ৪৩ বছর আগে, ১৯৮১ সালে। এতে সেমির বাঁধা পেরিয়ে শিরোপার আশায় বেশ ভালোভাবেই মত্ত থাকতে পারেন রদ্রিগো-ক্রুসরা।
লিগে সবশেষ নিজেদের মাঠে কাদিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতার পর একই দিনে জিরোনার কাছে বার্সার হোঁচটে চার ম্যাচ আগেই লিগ শিরোপা নিশ্চিত হয় রিয়ালের। এবার তাদের নজর ট্রেবলদের দিকেই। সেই দিকে আরও এক ধাপ এগোতে ম্যাচ সেই বার্নাব্যুতেই। সেখানে সেমির ফিরতি লেগে ম্যাচে শিরোপার স্বপ্ন সামনে রেখে আনচেলত্তি বলেন, ‘আমরা এই খেলতে খুবই রোমাঞ্চিত ও অনুপ্রাণিত। ফাইনালে ওঠার জন্য আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগামীকাল বার্নাব্যুতে আরও একটি্তআনন্দময় রাতের অপেক্ষায় আছি আমরা।’