ইউনাইটেডের ‘বিতর্কিত’ ফুটবলারকে রেখে দিতে চায় হেতাফে
বছর দুয়েক আগে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে। সে সময় তাকে আটকও করা হয়। গত বছর অবশ্য সে অভিযোগ থেকে মুক্তি পান তিনি। এরপর ইউনাইটেড থেকে ধারে খেলতে যান স্প্যানিশ ক্লাব হেতাফেতে। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হেতাফে এখন গ্রিনউডকে আরও এক মৌসুম রেখে দিতে চায়।
গত বছর ধর্ষণচেষ্টার মামলা থেকে অব্যাহতি পেলেও ইউনাইটেডের সমর্থকরা তাকে আর ক্লাবের জার্সিতে দেখতে চাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ব্যাপকভাবে ইউনাইটেডের স্কোয়াডে গ্রিনউডের অন্তর্ভুক্তির বিরোধিতা করেন। তাই ক্লাব কর্তৃপক্ষ তাকে চলতি মৌসুমে হেতাফেতে খেলতে পাঠায়।
সেখানে এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ১০ গোল করেছেন গ্রিনউড। গত মঙ্গলবার (৭ মে) স্প্যানিশ রেডিও স্টেশন রেডিও মার্কার সঙ্গে আলাপে হেতাফে সভাপতি আনহেল তোরেস বলেন, ‘গ্রিনউড, তার বাবা-মা এবং ক্লাব (হেতাফে) চায় সে আরও এক মৌসুম এখানেই থাকুক।’
তবে ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিনউডকে নিয়ে কী ভাবছে তা অবশ্য জানা যায়নি। ক্লাবটির নতুন কর্ণধার জিম রাটক্লিফ গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, গ্রিনউডের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি রেড ডেভিলরা।
উল্লেখ্য, ২০২৫ সালের জুন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ গ্রিনউড।