নিজের নামে ‘দিবস’ পেল ফুটবল

নিজের নামে ‘দিবস’ পেল ফুটবল

প্রতিনিয়তই তো কত দিবস পালিত হয় বিশ্বজুড়ে। অথচ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের জন্য আলাদা কোনো দিবস নেই। খেলাটির সমর্থকদের জন্য এতকাল অবধি যা ছিল আক্ষেপের। সেই আক্ষেপ অবশেষে ঘুচল। ২৫ মেকে আন্তর্জাতিক ফুটবল দিবস হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য-দেশগুলোর ভোটে এই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

ফুটবল দিবস হিসেবে ২৫ মেকে বেছে নেওয়ার একটা কারণ অবশ্য আছে। ১৯২৪ সালে শতবছর আগে, এই ২৫ মেতেই প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে কোনো ইভেন্ট হিসেবে প্রথম যাত্রা শুরু করেছিল ফুটবল। যা ছিল বিশ্ব ফুটবলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেই দিনটিকেই অবশেষে ফুটবলের দিন হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। যা বিশ্বব্যাপী পালিত হবে এ বছর থেকেই।

বিশ্ব ফুটবল দিবসের রেজোল্যুশন উপস্থাপন করেন জাতিসংঘে লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এল-সনি বলেন, ‘ফুটবল অথবা সকার বিশ্বের ১ নম্বর খেলা। যা বিশ্বজুড়ে অনুসরণ করা হয়। এটি খেলার চেয়েও বেশি কিছু, যা সব বয়সীরা রাস্তায়, গ্রামে, স্কুলে এবং পল্লিতে আনন্দের জন্য ও প্রতিযোগিতামূলকভাবে খেলে থাকে। জাতীয়, সাংস্কৃতিক ও সামাজিক-অর্থনৈতিক বাধা কাটিয়ে ফুটবল বিশ্বজুড়ে সর্বজনীন ভাষা হিসেবে কাজ করে।’

তার এমন উপস্থাপনের পর এতে তার পক্ষে মতদেন সদস্য দেশগুলো। ভোট পরে ফুটবল দিবসের পক্ষে। ফলে জাতিসংঘে সর্ব সম্মতিতে ২৫ মেকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক ফুটবল দিবস হিসেবে।

সম্পর্কিত খবর