ডি লিটের কাছে ক্ষমা চেয়েছিলেন লাইনসম্যান 

ডি লিটের কাছে ক্ষমা চেয়েছিলেন লাইনসম্যান 

চ্যাম্পিয়নস লিগের গত রাতের সেমির ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে রিয়াল মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনালে পৌঁছায় রিয়াল। তবে ম্যাচের পর থেকেই রেফারির এক সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। ম্যাচের যোগ করা সময়ের ১৩ মিনিটে সমতাসূচক গোলের অনেকটাই কাছে ছিল বায়ার্ন। তবে সেই গোলের আগেই অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেন লাইনসম্যান। পরে রেফারির বাঁশিতে থামে খেলা। এতেই ক্ষুব্ধ হয়ে উঠে বায়ার্নের খেলোয়াড়রা। যার রেশ স্বাভাবিকভাবেই পড়েছে ম্যাচ শেষের পরেও। 

সেই লাইনসম্যান পতাকা উঁচিয়ে ধরার জন্য পরে ক্ষমা চেয়েছেন। ম্যাচ শেষে এমনটাই দাবী বায়ার্নের সেই ডাচ ডিফেন্ডার ডি লিটের। 

ডি লিটের সেই গোলটি হলে বদলে যেত ম্যাচের মোড়। ম্যাচ যেত অতিরিক্ত সময়ে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির এমন সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারেননি ডি লিট।

ম্যাচ শেষে ডি লিট বলেন, ‘লাইনসম্যান আমাকে বলেছিলেন, দুঃখিত, ভুল করেছিলাম।’ 

ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে হলে রেফারি রিয়ালের পক্ষেই থাকে! এর আগেও এমন অভিযোগ এসেছে বহুবার। তবে ডি লিটের সরাসরি সেই পথে না হাঁটলেও রেফারির সেই সিদ্ধান্তেই বায়ার্নের হার দেখছেন তিনি। ‘আমি বলতে চাই না  রিয়াল মাদ্রিদের পক্ষে সবসময় রেফারি থাকে। তবে যাই হোক এটি আজ পার্থক্য গড়ে দিয়েছে।’ 

 

সম্পর্কিত খবর