বন্যা দুর্গতদের পাশে নেইমার, বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান

বন্যা দুর্গতদের পাশে নেইমার, বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ব্রাজিলের দক্ষিণ রাজ্যের রিও গ্রান্দে দো সুলে। বলা হচ্ছে দেশটির ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি। বন্যায় তলিয়ে গেছে শহরের রাস্তা ও বাড়ি ঘর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই অঞ্চলের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে তীব্র খাবার সংকটের মুখে পড়েছে রাজ্যে আটকে পড়া বাসিন্দারা।

তাদের সাহায্যে এবার এগিয়ে এসেছেন দেশটির তারকা ফুটবলার নেইমার। এরইমধ্যে ব্যক্তিগত বিমানে করে খাবার পাঠিয়েছেন বন্যা দুর্গত এলাকায়। সেই সঙ্গে বন্যা দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন নেইমার।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি’র তথ্যমতে– বন্যায় দেশটিতে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত আড়াই লাখেরও বেশি মানুষ। বন্যায় অন্তত ১৩০ জন মানুষ হারিয়ে গেছে। ভয়াবহ এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ফান্ড গড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনও।

বন্যা দুর্গতদের সাহায্যের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আমি যা কিছু করি বা যেখানে সাহায্য করি তা পোস্ট করতে পছন্দ করি না। কারণ যারা এটা করে... তারা হৃদয় থেকেই করে।। তবে এটি জানানোর কারণ যাতে এই বার্তাটি মানুষকে আরও সাহায্য করতে উত্সাহিত করে।’

দুর্গতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহবান জানান নেইমার, ‘আমাদের ব্রাজিল এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের খুব বেশি সাহায্য করতে হবে না, আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের সাহায্য করুন। কারণ হৃদয় থেকে করছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ।’

সম্পর্কিত খবর