জামালকে ২ কোটি টাকা দিতে আর্জেন্টাইন ক্লাবকে নির্দেশ ফিফার

জামালকে ২ কোটি টাকা দিতে আর্জেন্টাইন ক্লাবকে নির্দেশ ফিফার

গেল বছর বেশ ঘটা করেই বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে দলে ভিড়িয়েছিল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়ো। তবে সেখানে বেতন না পাওয়ায় ৫ ম্যাচ খেলার আগেই চুক্তি বাতিল করে দেশে ফিরে আসেন জামাল। অবশেষে সে পাওনা বেতন পেতে যাচ্ছেন তিনি। ক্লাবটিকে জামালের পাওনা পরিশোধের আদেশ দিয়েছে খোদ ফিফা।

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটাতে জামাল খেলছিলেন বেশ ভালো। ৪ ম্যাচে করেছিলেন ২ গোল। তবে বেতন না মেলায় দেড় বছরের চুক্তি ৭ মাসের মাথায় বাতিল করে চলে আসেন বাংলাদেশ অধিনায়ক। 

এরপরই ফিফার কাছে বকেয়া বেতনের জন্য আবেদন করেন তিনি। এরপর তার রায়টা জামাল পেয়েছেন নিজের পক্ষে। ফলে জামালকে ৭ মাসের বেতন তো আছেই, চুক্তিভঙ্গের জরিমানা দিতে হবে ক্লাবটাকে। সঙ্গে থাকবে পাওনা অনাদায়ের ৫ শতাংশ সুদও। সব মিলিয়ে জামালকে ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার দিতে হবে সোল দে মায়ো ক্লাবের পক্ষ থেকে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ২ কোটি টাকার কাছাকাছি।

সোল দে মায়োকে দেওয়া ফিফার এমন নির্দেশে আনন্দিত জামাল ভূঁইয়া, ‘সোল দে মায়োতে আমি গিয়েছিলাম অনেক আশা নিয়ে। তবে ওরা আমাকে কোনো টাকাই দেয়নি। সে কারণে চুক্তি শেষ করার আগেই আমাকে চলে আসতে হয়েছিল। ফিফার এই রায় পেয়ে আমি অনেক আনন্দিত।’

সম্পর্কিত খবর