রেকর্ড গড়ার রাতে আলোনসোর নজর ট্রেবলে  

রেকর্ড গড়ার রাতে আলোনসোর নজর ট্রেবলে  

বায়ার্ন মিউনিখের ১১ বছরের লিগ রাজত্ব থামিয়ে বুন্দেসলিগা শিরোপা জয়। বুন্দেসলিগাসহ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত রেকর্ড ছাপিয়ে এবার পুরো ইউরোপ সেরা বায়ার লেভারকুসেন। বেনফিকার ৫৯ বছর আগে রেকর্ডকে পেছনে ফেলে ৪৯ ম্যাচে অপরাজিত থেকে ইউরোপের কোনো ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন জাবি আলোনসোর দলের। রেকর্ড গড়ার এই রাতে রোমার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি শেষ হয় ২-২ ড্রয়ে। এতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ওঠে লেভারকুসেন। 

এদিকে গত রাতে আরেক সেমিতে ফেঞ্চ ক্লাব মার্শেইকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে পৌঁছেছে আতালান্তা। তাদের বিপক্ষেই আগামী ২৩ মে ইউরোপা লিগ শিরোপার লড়াইয়ে নামবে লেভারকুসেন। তার একদিন পরই ২৫ মে ডিএফবি-পোকালের (জার্মান কাপ) ফাইনালে কাইজারস্লাটার্নের বিপক্ষে লড়বে তারা। এতে বুন্দেসলিগা শিরোপার পর আর দুটি শিরোপার দুয়ারে জার্মান ক্লাবটি। এবং সেই দুটি শিরোপা নিজেদের করে ‘ট্রেবল’ জয়ের খেতাব নিয়েই মৌসুম শেষ করতে চায় তাদের কোচ জাবি আলোনসো। 

বে অ্যারেনায় গত রাতের ম্যাচটিতে আরও একবার প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে লেভারকুসেন। জোড়া গোলের পিছিয়ে থাকার পর ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ভুলে ব্যবধান কমায় স্বাগতিকরা। পরে যোগ করা সময়ে জোসিপ স্টানিসিচের গোলে অপরাজিত যাত্রা ধরে রাখা তারা। 

সপ্তাহ দুয়েক পর এক দিনের ব্যবধানে দুটি ফাইনাল খেলবে লেভারকুসেন। সেখানেও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ফিরে আসার এমন মানসিকতা ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় তারা। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘এক সপ্তাহেই আমরা দুটি ফাইনাল খেলব। আজকে ওদের (রোমা) দ্বিতীয় গোলের পর আমরা দারুণ মানসিকতার ছাপ রেখেছি। আমাদের ফুটবলারদের চোখে মুখে ওই একই জিনিস দেখতে পেয়েছি, ওরা আরও বেশি চায়।’

এর আগে সবশেষ ১৯৯২-৯৩ মৌসুমে ডিএফবি-পোকাল জিতেছিল লেভারকুসেন। ইউরোপা লিগ জিতেছিল ১৯৮৭-৮৮ মৌসুমে। অর্থাৎ, এক মৌসুমে এর আগে কখনোই দুটি মূল প্রতিযোগিতার শিরোপা জেতেনি তারা। সেসব ছাড়িয়ে এবার ডাবল নয় ট্রেবল জিতেই মৌসুম রাঙাতে চায় জার্মান ক্লাবটি। এবং আলোনসোর মতে এমন কিছু তাদের প্রাপ্য। ‘আমাদের সামনে  তিনটি শিরোপা জয়ের হাতছানি। এবং ট্রেবলটা আমার এই ছেলেদের প্রাপ্য।’  

সম্পর্কিত খবর