ইউনাইটেডকে নিজেদের ১৯৯৯ ট্রেবলের ডকুমেন্টরি দেখতে বললেন বেকহাম
ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ১০ মৌসুমের মধ্যে এবার সবচেয়ে বাজে অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগের নয় মৌসুমে লিগ তালিকায় শেষ পর্যন্ত সর্বনিম্ন ছয়ে ছিল লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি। গত মৌসুমেও তিনে থেকে লিগ শেষ করেছে ইউনাইটেড। তবে এবারের আসরের শেষ দিকে এসে ৩৫ ম্যাচ শেষে অল রেডদের পয়েন্ট ৫৪, আছে তালিকার আটে। মৌসুম বাঁচাতে ইউনাইটেডের সামনে কেবল একটি শিরোপার সম্ভাবনা, এফএ কাপের।
আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে ইউনাইটেড। শক্তিশালী সিটিজেনদের বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হবে না এরিক টেন হাগের দলের জন্য। সব মিলিয়ে আরও একবার তাই বাজে পরিসংখ্যান নিয়েই মৌসুমে শেষ করার পথে ইউনাইটেড। এমন অবস্থায় তাদের অনুপ্রাণিত করতে টোটকা দিলেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। তার মতে ইউনাইটেডের এই অবস্থা থেক বেরিয়ে সাফল্য খোঁজায় অনুপ্রাণিত হতে নিজেদের ১৯৯৯ সালের ট্রেবল জয়ের ডকুমেন্টরি দেখা উচিত।
আগামী ১৭ মে ‘99’ শিরোনামে ইউনাইটেডের সেই ১৯৯৮-৯৯ মৌসুমের ট্রেবল জয় নিয়ে ডকুমেন্টরি প্রকাশ করতে চলেছে অ্যামাজন প্রাইম। গতকাল সেটির প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেকহাম। এবং সেটি দেখে রেডিও ফাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি, কেউ যদি এই ডকুমেন্টরিটি দেখে এবং তার সঙ্গে যদি ইউনাইটেডের সম্পর্ক থাকে তবে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে।’
২৫ বছর আগে ১৯৯৯ সালে ইউনাইটেডের সবচেয়ে সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছিল অল রেডরা। সেই দলে ছিলেন বেকহাম।
সবশেষ ২০১২/১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ইউনাইটেড। এদিকে তারাই লিগ ইতিহাসের সর্বোচ্চ ১৩ শিরোপার মালিক। সবশেষ মৌসুমগুলোতে কঠিন সময় পার করছে এবং বেকহামের মতে, অবস্থা এমন কঠিন প্রতি মৌসুমেই হতে চলেছে।
১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত রেড ডেভিলদের হয়ে মাঠ মাতিয়েছেন বেকহাম। এই ১১ বছরে তাদের হয়ে মোট ৩৯৪টি ম্যাচ খেলেছেন সাবেক এই ইংলিশ তারকা ফুটবলার। জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা।