কাসেমিরো-জেসুসদের ছাড়াই ব্রাজিলের কোপা আমেরিকার দল ঘোষণা
গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএলের চোটে পড়েছিলেন নেইমার। এই ধরণের চোট থেকে সেরে উঠতে প্রায় ছয় থেকে আট মাস সময় প্রয়োজন। অবস্থা ভেদে আরও বেশি। এতে চোটের পরপরই শঙ্কা জেগেছিল ২০২৪ কোপা আমেরিকায় নেইমারের খেলা নিয়ে। সেই শঙ্কা পরিষ্কার হয়েছে ছয় মাস আগেই। গত ডিসেম্বরেই ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেছিলেন কোপায় থাকছেন না নেইমার। এতে ব্রাজিলের কোপা আমেরিকার দলে নেইমারের না থাকাটা নিশ্চিতই ছিল। এদিকে চোটের কারণে জায়গা মেলেনি রিচার্লিসনেরও। তবে পারফর্ম বিচারে জায়গা হারিয়েছেন কাসেমিরো, গাব্রিয়েল জেসুসের মতো তারকারাও। অনেকটা চমক নিয়েই তাই আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।
কোপার মূল দল নিয়েই টুর্নামেন্টের আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে দরিভাল জুনিয়রের দলটি।
দলে জায়গা পেয়েছেন সেলেসাওদের হয়ে সবশেষ স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দারুণ ছন্দে থাকা ১৭ বছর বয়সী এনদ্রিক। দলে একমাত্র নতুন মুখ পোর্তোর ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইভানিলসন।
ব্রাজিলের মধ্য মাঠের অন্যতম তারকা কাসেমিরোকে দলে না নেওয়ার ব্যাপারটা জানিয়েছেন কোচ দরিভাল নিজেই। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন মাস আগে ম্যানচেস্টারে তার (কাসেমিরো) সঙ্গে আমার কথা হয়েছে। দল এবং তাকে নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’
এনদ্রিক ছাড়াও গোলরক্ষক বেন্তো ও ফরোয়ার্ড গিলের্মে আরানা ডাক পেয়েছেন ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে। এনদ্রিকের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি অবশ্য আগেই সম্পন্ন হয়েছে। বয়সটা ১৮ পুরা হলেই আগামী আগামী মৌসুমে পালমেইরাস থেকে স্পেনে পাড়ি জমাবেন এনদ্রিক।
আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপার এবারের আসর। যেখানে আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে গত আসরের রানার্স-আপরা। টুর্নামেন্টে গ্রুপ ‘ডি’ থেকে লড়বে ব্রাজিল। গ্রুপটির বাকি দুই দল কলম্বিয়া ও প্যারাগুয়ে।
কোপা আমেরিকায় ব্রাজিলের দল:
গোলরক্ষক: আলিসন, এদারসন, বেন্তো।
ডিফেন্ডার: বেরালদো, এদের মিলিতাও, গাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো, ইয়ান কুতো, গিলের্মে আরানা, ওয়েন্দেল
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, দ্গলাস লুইস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এনদ্রিক, ইভানিলসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র।