আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের 

আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের 

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন কিলিয়ান এমবাপে। পরের সাত বছরেই ক্লাব-জাতীয় দল মিলিয়ে এমবাপে যেন পরিপূর্ণ এক ফুটবলার। তাও স্রেফ ২৫ বছর বয়সেই। জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এদিকে চলতি মৌসুমসহ ক্লাবের হয়ে জিতেছেন মোট ছয়টি লিগ ওয়ান শিরোপা। পিএসজির আক্রমণভাগের অন্যতম এই তারকা পরের মৌসুমে তাদের হয়ে আর খেলছেন এটা জানা গিয়েছিল আগেই। এবার সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমবাপে নিজেই।  

গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় পিএসজির ছাড়ার বিষয়টি জানান এমবাপে। তবে তার পরবর্তী গন্তব্য কোথায় সে নিয়ে কিছু বলেননি এই ফরাসি তারকা ফরোয়ার্ড। 

সেই ভিডিও বার্তায় এমবাপে বলেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না। সামনের কয়েক কয়েক সপ্তাহেই এই যাত্রা শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমি শেষ ম্যাচটা খেলব।’ 

পিএসজির হয়ে সাত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপে। অ্যাসিস্ট করেছেন ১০৮টি। ক্লাবের হয়ে দারুণ সময় পার করা এই তারকা আক্ষেপ হিসেবে থাকতে পারে স্রেফ চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই বার্তায় এমবাপে আরও বলেন, ‘অনেক আবেগের ব্যাপার। অনেকগুলো বছর আমি এখানে খেলেছি। এটি ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব এবং বিশ্বের বড় ক্লাবগুলোর একটিতে খেলতে পারাটা অনেক সম্মানের।’ 

লিগে এখনো তিন ম্যাচ বাকি পিএসজির। তবে আগামীকাল তুলুজের বিপক্ষেই ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন এমবাপে। 

সম্পর্কিত খবর