মেক্সিকোর কোপা স্কোয়াডে নেই ওচোয়া-লজানো
আসছে কোপা আমেরিকাকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো। তাতে আছে বিশাল চমক। দেশটির ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলা গিয়ের্মো ওচোয়াকে দলে রাখা হয়নি। এমনকি তারকা স্ট্রাইকার এরভিং লজানো, রাউল হিমেনেজদেরও জায়গা হয়নি এই স্কোয়াডে।
৩১ জনের প্রাথমিক এই স্কোয়াডে অভিজ্ঞদের অনেকেই নেই। তবে এতে আছে তারুণ্যের ছড়াছড়ি। দলটির কোচ হাইমে লজানো জানিয়েছেন তার দলে তিনি প্রজন্মের পরিবর্তন দেখতে চান।
সে লক্ষ্যেই তিনি তার দলে ১০ জন খেলোয়াড় রেখেছেন অনূর্ধ্ব ২৩ জাতীয় দল থেকে। কোচ হাইমের লক্ষ্য, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের তৈরি করা। তিনি বলেন, ‘আমরা গতিশীল ও শক্তিশালী একটা দল গড়তে চাই। ২০২৬ ও ২০৩০কে সামনে রেখে ভিত তৈরি করাটা গুরুত্বপূর্ণ।’
দেশের জার্সি গায়ে চড়িয়ে ১৫১ ম্যাচ খেলেছেন ওচোয়া। খেলেছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। তার মতো হিমেনেজেরও অভিজ্ঞতা আছে তিন বিশ্বকাপে খেলার। ওদিকে এর্ভিং লজানোর অভিজ্ঞতা দুই বিশ্বকাপের। তাদের কাউকেই এই স্কোয়াডে রাখেননি কোচ হাইমে লজানো।
তবে তাদের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন মেক্সিকো কোচ। হাইমের ভাষ্য, ‘যারা এখানে নেই, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কারা দলে নেই, আর ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের বড় পুলে কারা আছে, তা দেখানোর জন্য এই টুর্নামেন্টটা আদর্শ।’
তিনি আরও একবার মনে করিয়ে দিলেন, সামনের দুই বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘যদি আমরা জাতীয় দলটাকে ঘরের মাঠে আগামী বিশ্বকাপের জন্য যথেষ্ট ভালো অবস্থানে দেখতে চাই, ভালো পারফর্ম করুক, এটা চাই, তাহলে আমাদের এই বড় চ্যালেঞ্জকে সামনে রেখে সিদ্ধান্ত নিতেই হতো।’
কোচ লজানো তার এই স্কোয়াডকে ২৩ সদস্যে নামিয়ে আনবেন শিগগিরই। আগামী ২২ জুন জ্যামাইকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকা ক্যাম্পেইন শুরু করবে মেক্সিকো। এরপর ২৬ জুন ভেনেজুয়েলা, ১ জুলাই ইকুয়েডরের বিপক্ষে খেলবে দলটা।
তার আগে ৩১ মে বলিভিয়া, ৫ জুন উরুগুয়ে, ৯ জুন ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো।
মেক্সিকোর প্রাথমিক দল–
গোলরক্ষক–
আনহেল মালাগন, রাউল রানহেল, হুলিও গনজালেজ
ডিফেন্ডার–
ইসরায়েল রেয়েস, হোর্হে সানচেজ, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, আলেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।
মিডফিল্ডার–
এদসন আলভারেজ, লুইস রোমো, জর্দান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।
ফরোয়ার্ড–
মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, সান্তিয়াগো হিমিনেজ, আলেক্সিস ভেগা, দিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।